Logo Logo

কাশিয়ানীতে তালাকের পর দুধ দিয়ে গোসল, সোশ্যাল মিডিয়ায় ভিডিও ভাইরাল


Splash Image

বিয়ের সাত বছর পর স্ত্রীকে তালাক দিয়ে দুধে গোসল করেছেন গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার এক যুবক। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে, পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি নিয়ে আলোচনা চলছে।


বিজ্ঞাপন


ঘটনাটি ঘটে শনিবার (২১ ডিসেম্বর) কাশিয়ানী উপজেলার সাজাইল ইউনিয়নের বাট্টাইধোবা গ্রামে। তালাকপ্রাপ্ত যুবকের নাম রিয়াদ শরীফ (৩০)। তিনি ওই গ্রামের বাসিন্দা ও হাসান শরীফের ছেলে। পেশায় তিনি একজন কৃষক।

স্থানীয় সূত্রে জানা যায়, রিয়াদ শরীফ ২০১৮ সালে প্রেমের সম্পর্কের মাধ্যমে পারিবারিকভাবে মাজড়া গ্রামের মফিজুর শেখের মেয়ে মৌ খাতুনকে বিয়ে করেন। দাম্পত্য জীবনে তাদের একটি কন্যা সন্তান রয়েছে। তবে বিয়ের কয়েক বছর পর থেকেই স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ শুরু হয়।

প্রায় এক সপ্তাহ আগে মৌ খাতুন বাড়ি থেকে বের হয়ে যান। পরে খোঁজ নিয়ে রিয়াদ শরীফ ও তার পরিবার জানতে পারেন, তিনি অন্য কোথাও চলে গেছেন। এ অবস্থায় উভয় পরিবারের আলোচনার পর গত শনিবার (২০ ডিসেম্বর) স্থানীয় কাজীর মাধ্যমে আপোষ তালাকের মাধ্যমে তাদের বিবাহ বিচ্ছেদ সম্পন্ন হয়।

তালাকের পর রিয়াদ শরীফ দুধ দিয়ে গোসল করেন, যার ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেওয়া হয়। ভিডিওটি দ্রুত ভাইরাল হলে এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়।

রিয়াদ শরীফ বলেন, “বিয়ের পর কিছুদিন আমাদের সংসার ভালোই চলছিল। পরে আমার স্ত্রীর চলাফেরা বেপরোয়া হয়ে যায় এবং পরিবারের সদস্যদের সঙ্গে খারাপ ব্যবহার করতো। এক সপ্তাহ আগে সে বাবার বাড়িতে যাওয়ার কথা বলে বের হয়, পরে জানতে পারি অন্য কোথাও চলে গেছে। তার এমন আচরণ আমি মেনে নিতে পারিনি। তাই তালাক দেওয়ার সিদ্ধান্ত নিই। তালাক দেওয়ার পর দুধে গোসল করেছি।”

এ বিষয়ে সাজাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহাবুবুল আলম সেলিম বলেন, “ঘটনাটি আগে আমার জানা ছিল না। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি দেখেছি। পরে খোঁজ নিয়ে জানতে পারি, উভয় পরিবারের সম্মতিতেই আপোষ তালাকের মাধ্যমে তাদের বিচ্ছেদ হয়েছে।”

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...