বিজ্ঞাপন
সোমবার বিকেলে ফরিদপুর শহরের সিভিল সার্জন অফিসের সামনে থেকে মিছিলটি শুরু হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে স্থানীয় জনতা ব্যাংকের মোড়ে এসে শেষ হয়। এর আগে শহরের বিভিন্ন প্রান্ত থেকে ছাত্রদলের খণ্ড খণ্ড মিছিল এসে মূল মিছিলে যোগ দেয়। এ সময় নেতা-কর্মীদের হাতে তারেক রহমানের ছবি সম্বলিত ব্যানার-ফেস্টুন দেখা যায় এবং তারা রাজপথ মুখরিত করে বিভিন্ন স্লোগান প্রদান করেন।
মিছিল শেষে জনতা ব্যাংকের মোড়ে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা ছাত্রদলের সভাপতি সৈয়দ আদনান হোসেন অনু-এর সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়। জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক তানজিদুল ইসলাম কায়েস-এর সঞ্চালনায় সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মহানগর ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি মুনিব হাসান সোহাগ এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাব্বির হোসেন সাদ্দাম।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, "আগামী ২৫ ডিসেম্বর আমাদের স্বপ্নের রাজপুত্র, দেশনায়ক তারেক রহমান বাংলাদেশে আসছেন। তার এই আগমন বাংলাদেশের রাজনীতির জন্য এক ঐতিহাসিক মুহূর্ত। আমরা তাকে বীরোচিত সংবর্ধনা জানাতে সম্পূর্ণ প্রস্তুত।"
বক্তারা আরও উল্লেখ করেন যে, আগামীতে তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) পরিচালিত হবে এবং দেশের গণতন্ত্র পুনরুদ্ধার হবে। এ সময় তারা দলের সকল পর্যায়ের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থেকে রাজপথের আন্দোলন ও দলীয় কর্মসূচি সফল করার আহ্বান জানান।
কর্মসূচিতে জেলা ও মহানগর ছাত্রদলের বিভিন্ন ইউনিটের বিপুল সংখ্যক নেতা-কর্মী ও সাধারণ ছাত্ররা অংশগ্রহণ করেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...