বিজ্ঞাপন
রবিবার (২১ ডিসেম্বর) বাদ আসর ছাগলনাইয়া উপজেলা পরিষদ জামে মসজিদে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে শহীদ ওসমান হাদীর বর্ণাঢ্য জীবন ও তার বিপ্লবী কর্মকাণ্ড নিয়ে আলোচনা করেন বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। বক্তারা ওসমান হাদীর চেতনাকে 'বাংলাদেশপন্থী বিপ্লবী চেতনা' হিসেবে অভিহিত করেন।
ফেনী জেলা এনসিপির সহ-সাংগঠনিক সম্পাদক মিরাজ হোসাইন বলেন, ওসমান হাদী ছিলেন বাংলাদেশের স্বার্থে বিশ্বাসী এক নির্ভীক বিপ্লবী কণ্ঠ। বিশেষ করে ভারতীয় আধিপত্য ও প্রভাবের বিরুদ্ধে তিনি ছিলেন অন্যতম উচ্চকণ্ঠ প্রতিবাদী। তার জনপ্রিয় স্লোগান— “দিল্লি না ঢাকা? ঢাকা! ঢাকা!”— বাংলাদেশের রাজনৈতিক স্বকীয়তা ও সার্বভৌম চেতনার প্রতীকে পরিণত হয়েছিল।
তিনি আরও বলেন, শহীদ হাদীর কর্মকাণ্ড ছিল প্রকৃত অর্থেই ‘বাংলাদেশপন্থী’ চেতনার প্রতিফলন, যেখানে জাতীয় স্বার্থ, ন্যায়বিচার এবং আধিপত্যবাদমুক্ত সার্বভৌম বাংলাদেশের স্বপ্ন ছিল প্রধান চালিকাশক্তি।
অনুষ্ঠানে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন হেফাজতে ইসলাম বাংলাদেশ ছাগলনাইয়া পৌর শাখার সভাপতি মাওলানা আতাউল্লাহ সিফাত।
এসময় উপস্থিত ছিলেন খেলাফত মজলিস ছাগলনাইয়া পৌর শাখার সভাপতি আবু মুছা, ইসলামী আন্দোলন বাংলাদেশ ছাগলনাইয়া পৌর শাখার সেক্রেটারি মো. সালাউদ্দিন, ছাত্রনেতা রবিউল হক, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ছাগলনাইয়া উপজেলার সভাপতি আফরাতুল কায়সার, ইসলামী ছাত্রশিবির ছাগলনাইয়া উপজেলা পশ্চিম শাখার সভাপতি আনোয়ার হোসেন, এনসিপি ছাগলনাইয়া উপজেলার সংগঠক তানভীর অনিকসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।
প্রতিবেদক- মশি উদ দৌলা রুবেল, ফেনী।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...