Logo Logo

সৌদি আরবে ফুলগাজীর রেমিট্যান্স যোদ্ধা রেজাউলের মৃত্যু


Splash Image

সৌদি আরবে কর্মরত অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন ফেনীর ফুলগাজী উপজেলার পূর্ব নিলক্ষী গ্রামের রেমিট্যান্স যোদ্ধা রেজাউল করিম (৪৩)। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।


বিজ্ঞাপন


পারিবারিক সূত্রে জানা গেছে, স্থানীয় সময় সোমবার (২২ ডিসেম্বর) ভোর আনুমানিক চারটার দিকে সৌদি আরবে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি ফুলগাজী সদর ইউনিয়নের পূর্ব নিলক্ষী গ্রামের সরদার বাড়ির বাসিন্দা এবং ফুলগাজী পূবালী ব্যাংকের সাবেক ম্যানেজার হারুনুর রশিদের ছোট ভাই।

স্বজনরা জানান, রেজাউল করিম দীর্ঘদিন ধরে সৌদি আরবের একটি মার্কেটে কর্মরত ছিলেন। ঘটনার দিন কর্মস্থল থেকে ফিরে তিনি প্রতিদিনের মতো ঘুমিয়ে পড়েন। রাতের দিকে হঠাৎ শরীর অসুস্থ অনুভব করলে তিনি বাথরুমে যান। সেখানে তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটে এবং কিছুক্ষণ পরই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি হার্ট অ্যাটাক করে মারা গেছেন।

ব্যক্তিগত জীবনে রেজাউল করিম বিবাহিত ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তবে এই দম্পতির কোনো সন্তান নেই। তার এই আকস্মিক মৃত্যুতে নিজ গ্রাম পূর্ব নিলক্ষীসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজন, প্রতিবেশী ও শুভানুধ্যায়ীরা তার মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

পারিবারিক সূত্র নিশ্চিত করেছে যে, মরহুমের মরদেহ দ্রুত দেশে আনার প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে। আইনি ও দাপ্তরিক প্রক্রিয়া শেষ করে লাশ দেশে পৌঁছালে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

প্রতিবেদক- মশি উদ দৌলা রুবেল, ফেনী।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...