বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা।
বিজ্ঞাপন
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল ৯টা ৪০ মিনিটে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা পররাষ্ট্র মন্ত্রণালয়ে এসে পৌঁছান। পররাষ্ট্রসচিবের সাথে তার এই সাক্ষাৎ ছিল অত্যন্ত সংক্ষিপ্ত। আসা-যাওয়া মিলিয়ে পাঁচ মিনিটেরও কম সময়ের মধ্যে তিনি মন্ত্রণালয় ত্যাগ করেন।
ঢাকার একটি কূটনৈতিক সূত্র নিশ্চিত করেছে যে, ভারতজুড়ে বাংলাদেশি মিশনগুলোর নিরাপত্তা ও কূটনীতিকদের সুরক্ষা নিয়ে সাম্প্রতিক উদ্ভূত পরিস্থিতিতে তাকে এই তলব করা হয়েছে। বিশেষ করে দিল্লি ও কলকাতাসহ ভারতের বিভিন্ন স্থানে থাকা বাংলাদেশি মিশনের নিরাপত্তা নিশ্চিতে কড়া বার্তা দিয়েছে ঢাকা।
এর আগে চলতি মাসের ১৪ ডিসেম্বরও প্রণয় ভার্মাকে তলব করেছিল পররাষ্ট্র মন্ত্রণালয়। সে সময় ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অব্যাহত উসকানিমূলক বক্তব্যের বিষয়ে সরকারের গভীর উদ্বেগের কথা জানানো হয়েছিল। একইসাথে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির ওপর হামলাকারীদের ভারতে পালিয়ে যাওয়া ঠেকাতে দিল্লির সহযোগিতা চেয়েছিল বাংলাদেশ।
১৪ ডিসেম্বরের তলবের পর দিল্লি একটি প্রেস নোটে দাবি করেছিল যে, ভারতের ভূখণ্ড কখনো বাংলাদেশের স্বার্থবিরোধী কাজে ব্যবহৃত হয়নি। তবে ওই বিবৃতিতে বাংলাদেশে একটি ‘মুক্ত ও অন্তর্ভুক্তিমূলক’ নির্বাচনের বিষয়ে মন্তব্য করা হলে পরিস্থিতি কিছুটা উত্তপ্ত হয়। এর প্রেক্ষিতে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ভারতকে পাল্টা পরামর্শ দিয়ে বলেছিলেন, বাংলাদেশের নির্বাচন নিয়ে দিল্লির ‘নসিয়ত’ করার প্রয়োজন নেই।
উল্লেখ্য, এই কূটনৈতিক টানাপোড়েনের মধ্যেই গত ১৭ ডিসেম্বর নয়াদিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহকেও ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাল্টা তলব করা হয়েছিল।
আজকের এই তলব দুই দেশের বর্তমান শীতল সম্পর্কের প্রেক্ষাপটে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন কূটনৈতিক বিশ্লেষকরা।
জনপ্রিয়
বিজ্ঞাপন
সর্বশেষ
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...