Logo Logo

বগুড়া- ৫ আসনে জামায়াত নেতা দবিবুর রহমানের মনোনয়নপত্র সংগ্রহ


Splash Image

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৫ (শেরপুর ও ধুনট) আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করার লক্ষ্যে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাওলানা দবিবুর রহমান।


বিজ্ঞাপন


মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেলে তিনি শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম. আব্দুল্লাহ ইবনে মাসুদ আহমেদের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে এই মনোনয়নপত্র সংগ্রহ করেন।

এ সময় শেরপুর উপজেলা নির্বাচন অফিসার জিয়াউল ইসলাম উপস্থিত ছিলেন। পাশাপাশি উপস্থিত ছিলেন বগুড়া জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মনছুরুর রহমান, ধুনট উপজেলা জামায়াতের নায়েবে আমির রফিকুল ইসলাম দুলাল, শেরপুর উপজেলা জামায়াতের সেক্রেটারি আবদুল্লাহ আল মুস্তাফিদ নাসিম, ধুনট জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি ফিরোজ আহমেদ, শেরপুর উপজেলা জামায়াতের প্রচার সেক্রেটারি ইফতেখার আলমসহ দলটির স্থানীয় নেতৃবৃন্দ।

মনোনয়নপত্র সংগ্রহ শেষে মাওলানা দবিবুর রহমান উপস্থিত সাংবাদিকদের জানান, শেরপুর ও ধুনট এলাকার মানুষের অধিকার আদায় এবং সামাজিক উন্নয়নের লক্ষ্যেই তিনি নির্বাচনে অংশগ্রহণ করছেন। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে তিনি জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।

উল্লেখ্য, বগুড়া-৫ আসনটি শেরপুর ও ধুনট উপজেলা নিয়ে গঠিত। নির্বাচনের দিনক্ষণ ঘনিয়ে আসার সাথে সাথে এই আসনে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীদের দৌড়ঝাঁপ ও তৎপরতা বৃদ্ধি পাচ্ছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...