Logo Logo

গোপালগঞ্জে আনন্দঘন পরিবেশে প্রাক বড়দিন উৎসব পালিত


Splash Image

ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ-উচ্ছ্বাসের মধ্য দিয়ে গোপালগঞ্জে প্রাক বড়দিনের উৎসব পালিত হয়েছে।


বিজ্ঞাপন


মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুরে ‘বাংলাদেশ ইয়ুথ ফার্স্ট কনসার্নস’ গোপালগঞ্জ শাখার উদ্যোগে সংস্থাটির হল রুমে এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

কেক কেটে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কৌশিক আহমেদ।

উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, "বড়দিন শান্তি ও সম্প্রীতির বার্তা নিয়ে আসে। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, যেখানে সব ধর্মের মানুষ একত্রে উৎসব পালন করে।"

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন রেভা: নেলসন নীলরতন বিশ্বাস ও নয়ন দাসসহ খ্রীষ্টান সম্প্রদায়ের বিশিষ্ট ব্যক্তিবর্গ। বক্তারা যীশুখ্রীষ্টের জীবনী, ত্যাগ এবং মানবতার কল্যাণে তাঁর দর্শনের ওপর আলোকপাত করেন।

আলোচনা সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে খ্রীষ্টান সম্প্রদায়ের শিশু শিল্পীরা বড়দিনের গান ও নৃত্য পরিবেশন করে উপস্থিত সকলকে মুগ্ধ করে।

অনুষ্ঠানে স্থানীয় খ্রীষ্টান সম্প্রদায়ের বিভিন্ন বয়সী নারী, পুরুষ ও শিশুরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। উৎসবকে কেন্দ্র করে পুরো হল রুমে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...