Logo Logo

ফেনী-৩ আসনে মনোনয়ন পত্র সংগ্রহ করলেন জামায়াত নেতা ডা. ফখরুদ্দিন মানিক


Splash Image

আসন্ন সংসদ নির্বাচনকে সামনে রেখে ফেনী-৩ (দাগনভূঁঞা-সোনাগাজী) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ডা: মো: ফখরুদ্দিন মানিক তাঁর মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।


বিজ্ঞাপন


মঙ্গলবার (২৩ ডিসেম্বর) ফেনী জেলা রিটার্নিং অফিসারের নিকট থেকে তিনি আনুষ্ঠানিকভাবে এই মনোনয়নপত্র সংগ্রহ করেন।

মনোনয়নপত্র সংগ্রহকালে ডা: ফখরুদ্দিন মানিকের সাথে উপস্থিত ছিলেন ফেনী জেলা জামায়াতের আমীর মুফতি আব্দুল হান্নান। এছাড়া জুলাই অভ্যুত্থানের বীর শহীদ মাহবুবুল হাসানের স্মৃতি ও আদর্শকে ধারণ করে তাঁর বড় ভাই মাহমুদুল হাসান উপস্থিত থেকে প্রার্থীর প্রতি সংহতি প্রকাশ করেন।

এ সময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন- আসন কমিটির পরিচালক ও ফেনী জেলা কর্মপরিষদ সদস্য ইঞ্জিনিয়ার ফখরুদ্দিন, ঢাকা মহানগরী দক্ষিণের মজলিশে শুরা সদস্য ও আসন কমিটির সদস্য মেজবাহ উদ্দিন সাঈদ, ফেনী জেলা মজলিশে শুরা সদস্য এবং দাগনভূঁঞা উপজেলা সাবেক আমীর বীর মুক্তিযোদ্ধা এ এস এম নুর নবী দুলালসহ বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

মনোনয়নপত্র সংগ্রহ শেষে ডা: মো: ফখরুদ্দিন মানিক উপস্থিত সাংবাদিকদের জানান, ফেনী-৩ আসনের মানুষের অধিকার পুনরুদ্ধার এবং একটি ইনসাফপূর্ণ সমাজ গঠনের লক্ষ্যে তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিনি নির্বাচনী এলাকার সর্বস্তরের জনগণের দোয়া ও সমর্থন প্রত্যাশা করেন।

ফেনী জেলা জামায়াতের নেতৃবৃন্দ বলেন, ডা: ফখরুদ্দিন মানিক একজন জনবান্ধব ও শিক্ষিত প্রার্থী। জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে এবং এলাকার উন্নয়নে তিনি অগ্রণী ভূমিকা পালন করবেন বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

মনোনয়নপত্র সংগ্রহের সময় জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের স্থানীয় নেতৃবৃন্দ ও বিপুল সংখ্যক সমর্থক উপস্থিত ছিলেন।

প্রতিবেদক- মশি উদ দৌলা রুবেল, ফেনী।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...