বিজ্ঞাপন
ঢাকা–বগুড়া মহাসড়কে মোটরসাইকেল দুর্ঘটনা কমাতে শেরপুরে সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেলে শেরপুর উপজেলা পরিষদের সামনে টিম শেরপুর ও শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্প, বগুড়ার যৌথ উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন শেরপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) রইচ উদ্দিন। এ ছাড়া টিম শেরপুরের এডমিন নাহিদ হাসানসহ সংগঠনের বিভিন্ন মডারেটর ও সদস্যরা অংশ নেন।
কর্মসূচিতে মোটরসাইকেল চালকদের হেলমেট ব্যবহার নিশ্চিত করা, নির্ধারিত গতিসীমা মেনে চলা এবং ট্রাফিক আইন যথাযথভাবে অনুসরণের বিষয়ে সচেতন করা হয়। একই সঙ্গে দুর্ঘটনার সম্ভাব্য ঝুঁকি, আইন অমান্যের ক্ষতিকর দিক এবং সড়কে দায়িত্বশীল আচরণের গুরুত্ব তুলে ধরা হয়।
আয়োজকরা জানান, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা ও দুর্ঘটনা হ্রাসে এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম নিয়মিতভাবে অব্যাহত রাখা হবে। এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় মোটরসাইকেল চালক ও সাধারণ মানুষ।
জনপ্রিয়
বিজ্ঞাপন
সর্বশেষ
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...