বিজ্ঞাপন
নির্বাচনকে সামনে রেখে বিএনপি দুই দফায় প্রার্থী ঘোষণা করলেও ব্রাহ্মণবাড়িয়া জেলার ছয়টি সংসদীয় আসনের মধ্যে শুরুতে দুটি আসন—ব্রাহ্মণবাড়িয়া–২ ও ব্রাহ্মণবাড়িয়া–৬—ফাঁকা রাখা হয়। পরবর্তীতে জোটগত সমঝোতার অংশ হিসেবে মঙ্গলবার (২৩ ডিসেম্বর) ব্রাহ্মণবাড়িয়া–২ আসনে জমিয়তে উলামায়ে ইসলামের প্রার্থী মাওলানা জুনায়েদ আল হাবিবকে মনোনয়ন দেয় বিএনপি।
এই আসনে ব্যারিস্টার রুমিন ফারহানার প্রার্থী হওয়ার সম্ভাবনা থাকলেও জোটের সঙ্গে সমঝোতার কারণে তিনি দলীয় মনোনয়ন পাননি। তবে দলীয় মনোনয়ন না পেলেও স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে আগেই তিনি নিজের অবস্থান স্পষ্ট করেছিলেন।
এ বিষয়ে ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, দল থেকে মনোনয়ন না পেলেও তিনি ব্রাহ্মণবাড়িয়া–২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন। জোট সমঝোতায় ছেড়ে দেওয়া আসনে নির্বাচন করলে দলীয় কোনো কঠোর সিদ্ধান্তের মুখে পড়তে হবে কিনা—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “আশা করা যায়, সেটি আমার ক্ষেত্রে হবে না। মনোনয়নপত্র কেনার আগেই আমি সম্মানের সঙ্গে দল থেকে পদত্যাগ করবো।”
তিনি আরও জানান, আগামী দু’এক দিনের মধ্যেই মনোনয়ন ফরম সংগ্রহ করবেন এবং নির্বাচনী কার্যক্রম শুরু করবেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
সর্বশেষ
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...