Logo Logo

গণমাধ্যমে হামলা করে নির্বাচন বানচালের চেষ্টা করা হয়েছে : নাসির উদ্দিন


Splash Image

গণমাধ্যমে হামলার মাধ্যমে দেশকে অস্থিতিশীল করা এবং নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন।


বিজ্ঞাপন


মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেলে নোয়াখালীর সুবর্ণচর উপজেলার সৈকত সরকারি কলেজ মাঠে আয়োজিত ‘বীর মুক্তিযোদ্ধা শহীদ জিয়া স্মৃতি ক্রিকেট প্রীতি ম্যাচ’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নাসির উদ্দিন তার বক্তব্যে বলেন, "ওসমান হাদিকে হত্যার পর একশ্রেণীর রাজনৈতিক কর্মী দেশের শীর্ষস্থানীয় গণমাধ্যমগুলোতে হামলা চালিয়েছে। তাদের মূল উদ্দেশ্য ছিল বাংলাদেশকে অস্থিতিশীল করা এবং আসন্ন নির্বাচন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করা।" তবে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, গণমাধ্যমে হামলা চালিয়ে বা ভয় দেখিয়ে সত্যের কণ্ঠরোধ করা সম্ভব নয়।

তিনি অতীতের ঘটনার কথা উল্লেখ করে বলেন, এর আগেও ‘প্রথম আলো’ ও ‘ডেইলি স্টার’-এর মতো গণমাধ্যম হামলার শিকার হয়েছিল। সেই কঠিন সময়েও ওসমান হাদি বলেছিলেন যে, গণমাধ্যমের ওপর আক্রমণ কোনো সমস্যার সমাধান হতে পারে না।

বক্তব্যের এক পর্যায়ে ছাত্রদল সম্পাদক আইনশৃঙ্খলা রক্ষায় ব্যর্থতার অভিযোগ তুলে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেন। একইসঙ্গে তিনি প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীরও পদত্যাগ দাবি করেন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে স্বাগত জানিয়ে নাসির উদ্দিন বলেন, এই মাহেন্দ্রক্ষণকে উদযাপন করতে আগামী ২৫ ডিসেম্বর নেতাকর্মীদের ঢাকায় উপস্থিত থাকতে হবে। তিনি নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থেকে আন্দোলনের চূড়ান্ত ফসল ঘরে তোলার আহ্বান জানান।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপি নেতা এনায়েত উল্যাহ বাবুলসহ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

উল্লেখ্য, উক্ত প্রীতি ম্যাচে সদর উপজেলা দলকে পরাজিত করে বিজয়ী হয় সুবর্ণচর উপজেলা দল। অনুষ্ঠান শেষে বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন প্রধান অতিথিসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...