Logo Logo

গোপালগঞ্জ পৌরসভায় ৩০ লাখ টাকার সুদমুক্ত ক্ষুদ্র ঋণ বিতরণ


Splash Image

গোপালগঞ্জ পৌরসভা এলাকায় ক্ষুদ্র উদ্যোক্তাদের আত্মকর্মসংস্থান ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে ৩০ লাখ টাকার সুদমুক্ত ক্ষুদ্র ঋণ বিতরণ করা হয়েছে।


বিজ্ঞাপন


বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে গোপালগঞ্জ শহর সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে উদ্যোক্তাদের হাতে এই ঋণের চেক তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবা অধিদপ্তরের গোপালগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ জুলফিকার আলী। তিনি নির্বাচিত উদ্যোক্তাদের হাতে ঋণের চেক হস্তান্তর করেন।

শহর সমাজসেবা কর্মকর্তা আল আমিন মোল্লা জানান, পৌরসভার পাঁচটি মহল্লার মোট ৬০টি স্কিমের বিপরীতে এই ৩০ লাখ টাকা বিতরণ করা হয়েছে। এর মধ্যে ৫৮টি সাধারণ স্কিমের আওতায় ২৯ লাখ টাকা এবং বিশেষ বিবেচনায় দগ্ধ ও প্রতিবন্ধী ক্যাটাগরিতে দুটি স্কিমের আওতায় আরও ১ লাখ টাকা প্রদান করা হয়।

ঋণ বিতরণের পরিসংখ্যান তুলে ধরে আল আমিন মোল্লা আরও বলেন, "মোট বরাদ্দের মধ্যে ২৭ লাখ টাকা পূর্বের আদায়কৃত তহবিল থেকে পুনঃবিনিয়োগ করা হয়েছে এবং ৩ লাখ টাকা নতুন বিনিয়োগ হিসেবে প্রদান করা হয়েছে। প্রতিটি স্কিমের বিপরীতে উদ্যোক্তারা ৫০ হাজার টাকা করে সুদমুক্ত ঋণ সুবিধা পেয়েছেন।"

চেক হস্তান্তর অনুষ্ঠানে শহর সমাজসেবা কার্যালয়ের অন্যান্য কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সমাজসেবা কার্যালয়ের সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন যে, এই সুদমুক্ত ঋণ প্রান্তিক পর্যায়ের ক্ষুদ্র উদ্যোক্তাদের ব্যবসা সম্প্রসারণ ও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...