বিজ্ঞাপন
গ্রেপ্তারকৃত দেলু উপজেলার একলাশপুর গ্রামের কাম বেপারী বাড়ির ছায়েদুল হকের ছেলে। তিনি ওই হত্যা মামলার এজাহারভুক্ত ২ নম্বর আসামি।
র্যাব সূত্রে জানা যায়, চলতি বছরের অক্টোবর মাসে পূর্ব শত্রুতার জেরে উপজেলার শরীফপুর ইউনিয়নের নতুন ব্রিজ এলাকায় একদল সন্ত্রাসী জনৈক এক ব্যক্তিকে মারধর করছিল। সে সময় মারওয়ান হোসেন ওরফে বিজয় এগিয়ে গিয়ে ওই ব্যক্তিকে সন্ত্রাসীদের হাত থেকে ছাড়িয়ে নেন। এতে ক্ষিপ্ত হয়ে সন্ত্রাসীরা বিজয়ের ওপর দেশীয় অস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়ে। রামদা ও ছোরার উপর্যুপরি আঘাতে তাকে তিন শতাধিক স্থানে মারাত্মক জখম করা হয়। স্থানীয়রা উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক বিজয়কে মৃত ঘোষণা করেন।
র্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার ও কোম্পানি কমান্ডার মো. মুহিত কবীর সেরনিয়াবাত আজ বুধবার দুপুরে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, হত্যাকাণ্ড সংঘটিত হওয়ার পর থেকেই আসামি দেলু আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে বেগমগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। বিজয়ের পরিবার ও স্থানীয়রা এ ঘটনায় জড়িত অন্যান্যদেরও দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...