Logo Logo

ফরিদপুরে ‘এম কে মটরস’-এর শোরুম উদ্বোধন


Splash Image

ফরিদপুর শহরের গোয়ালচামটে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে নাসির সাইনটেক্স মটরসের অনুমোদিত ডিলার 'এম কে মটরস'-এর নতুন শোরুমের শুভ উদ্বোধন করা হয়েছে।


বিজ্ঞাপন


গতকাল মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেলে শোরুম প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে ফিতা কেটে শোরুমটির উদ্বোধন করেন নাসির সাইনটেক্স মটরসের নির্বাহী পরিচালক মো. জাকির হোসেন।

এম কে মটরসের প্রোপ্রাইটর শেখ মারুফের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির রিজিওনাল সেলস ম্যানেজার মো. ইমরান খান ও বিজনেস ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের সিনিয়র এক্সিকিউটিভ মো. অভি।

এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর মটর পার্টস অ্যাসোসিয়েশনের সভাপতি মো. জিল্লুর রহমান, সাধারণ সম্পাদক এ এস এম সিদ্দিকুর, তরুণ সমাজসেবক ইঞ্জিনিয়ার রুবেল এবং এম কে মটরসের স্বত্বাধিকারী কবির হোসেনসহ স্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দ।

উদ্বোধনী অনুষ্ঠানে আসা অতিথিরা বলেন, বর্তমান সময়ে কর্মজীবী নারী ও ছাত্রীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াতের কথা বিবেচনা করে নাসির সাইনটেক্স মটরস বাজারে নিয়ে এসেছে অত্যন্ত আরামদায়ক ও আধুনিক প্রযুক্তির স্কুটি মোটরসাইকেল। সাশ্রয়ী মূল্য ও টেকসই হওয়ায় স্বল্প সময়ের মধ্যেই এই স্কুটিগুলো নারীদের মাঝে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে।

অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা আমজাদ হোসেন। উদ্বোধন শেষে প্রতীকী উৎসবের অংশ হিসেবে প্রথম দিনেই দুজন ক্রেতার হাতে নতুন মোটরসাইকেলের চাবি হস্তান্তর করেন অতিথিবৃন্দ।

স্থানীয় ব্যবসায়ীরা মনে করছেন, এই শোরুমটি চালুর মাধ্যমে ফরিদপুরের গ্রাহকরা এখন সহজেই উন্নত মানের সার্ভিস ও জেনুইন পার্টস হাতের নাগালে পাবেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...