Logo Logo

ফরিদপুর- ৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী অ্যাড. সারোয়ার হোসেনের মনোনয়নপত্র সংগ্রহ


Splash Image

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-৩ (সদর) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন অ্যাডভোকেট মো. সরোয়ার হোসেন। আজ (বুধবার) জেলা নির্বাচন অফিস থেকে তার পক্ষে এই মনোনয়নপত্র সংগ্রহ করা হয়।


বিজ্ঞাপন


প্রার্থীর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ফরিদপুর জেলা নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়কারী খন্দকার ওহিদুজ্জামান।

মনোনয়নপত্র সংগ্রহকালে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কোতোয়ালি থানা শাখার সভাপতি হাফেজ আবু দাউদ, ফরিদপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক মাওলানা ইয়াকুব আলী, জাতীয় শিক্ষক ফোরাম ফরিদপুর জেলা শাখার সভাপতি মাওলানা ডা. আবু জাফর, পৌরসভা শাখার সাধারণ সম্পাদক মাওলানা আ. করিম, ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতা এমদাদুল হক টিটুসহ সংগঠনের অন্যান্য দায়িত্বশীল নেতৃবৃন্দ।

এ সময় নেতারা বলেন, নৈতিকতা, সুশাসন ও ইসলামী মূল্যবোধভিত্তিক সমাজ গঠনের লক্ষ্যেই ইসলামী আন্দোলন বাংলাদেশ নির্বাচনে অংশ নিচ্ছে। ফরিদপুর-৩ আসনের জনগণ এডভোকেট মো. সরোয়ার হোসেনের নেতৃত্বে একটি আদর্শ ও কল্যাণমুখী রাজনীতির প্রত্যাশা করছেন বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...