Logo Logo

ফরিদপুরে তারুণ্যের উৎসবে ভলিবল প্রতিযোগিতা, সালথাকে হারিয়ে চ্যাম্পিয়ন চরভদ্রাসন


Splash Image

ফরিদপুরে জেলা ক্রীড়া অফিসের আয়োজনে ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ প্রতিপাদ্যে তারুণ্যের উৎসব উপলক্ষে জেলা পর্যায়ে ভলিবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।


বিজ্ঞাপন


বুধবার (২৪ ডিসেম্বর) শহরের ময়েজউদ্দিন হাইস্কুল মাঠে নকআউট পদ্ধতিতে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। টানটান উত্তেজনাকর ফাইনাল খেলায় চরভদ্রাসন উপজেলা ২-১ সেটে সালথা উপজেলাকে পরাজিত করে শিরোপা জয় করে। টুর্নামেন্টের অন্য দুটি দল ছিল মধুখালী উপজেলা ও ফরিদপুর সদর উপজেলা।

খেলা শেষে বিকেলে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ সোহরাব হোসেন। জেলা ক্রীড়া অফিসার আল-আমীন খন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার বিষ্ণুপদ ঘোষাল এবং ময়েজউদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহমুদুর আল সিদ্দীক।

ফাইনালে অসাধারণ নৈপুণ্য প্রদর্শনের জন্য চরভদ্রাসন দলের খেলোয়াড় সাঈমকে ‘ম্যান অব দ্য ম্যাচ’ নির্বাচিত করা হয়। অতিথিবৃন্দ তার হাতে বিশেষ সম্মাননা তুলে দেন।

গুরুত্বপূর্ণ এই ম্যাচ দুটি পরিচালনা করেন মোহাম্মদ রাসেল মিয়া ও জাকির হোসেন। এসময় অংশগ্রহণকারী উভয় দলের খেলোয়াড়, কর্মকর্তাবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুল সংখ্যক ক্রীড়ামোদী দর্শক উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, তারুণ্যের শক্তিকে কাজে লাগিয়ে দেশ গঠনে উদ্বুদ্ধ করার লক্ষ্যেই মন্ত্রণালয় দেশব্যাপী এই উৎসবের আয়োজন করেছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...