বিজ্ঞাপন
বুধবার (২৪ ডিসেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত ইনস্টিটিউট প্রাঙ্গণে এই প্রতিযোগিতা চলে। এবারের কনটেস্টে প্রতিটি টিমে ৪ জন করে শিক্ষার্থী অংশগ্রহণ করেন। মোট ১৭টি টিমের ৬৮ জন প্রতিভাবান শিক্ষার্থী এতে তাদের মেধার স্বাক্ষর রাখেন।
প্রতিযোগিতা শেষে পলিটেকনিক ইনস্টিটিউটের সম্মেলন কক্ষে এক সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল (সিএসই) বিভাগের চেয়ারম্যান ড. মৃণাল কান্তি বাওয়ালী।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ ড. সুশীল কুমার পাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ আবু সায়েম, র্যাক সভাপতি সেতু বিশ্বাস, সিএসটি বিভাগের শিক্ষক নাসির উদ্দিন আহমেদ এবং ফুড টেকনোলজি বিভাগের শিক্ষক আব্দুল আলিম।
প্রধান অতিথির বক্তব্যে ড. মৃণাল কান্তি বাওয়ালী বলেন, "বর্তমান বিশ্বের সাথে তাল মেলাতে প্রোগ্রামিং শিক্ষার কোনো বিকল্প নেই। পলিটেকনিকের শিক্ষার্থীদের এমন উদ্যোগ ভবিষ্যতে তাদের কর্মক্ষেত্রে আরও দক্ষ করে তুলবে।"
অনুষ্ঠানের সভাপতি ড. সুশীল কুমার পাল বিজয়ী ও অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীকে অভিনন্দন জানান এবং নিয়মিত এমন জ্ঞানভিত্তিক চর্চা অব্যাহত রাখার আহ্বান জানান।
আলোচনাসভা শেষে অতিথিবৃন্দ বিজয়ী গ্রুপের সদস্যদের হাতে সম্মাননা স্মারক ও পুরস্কার তুলে দেন। এ সময় প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...