বিজ্ঞাপন
নিখোঁজ আরিফ শেখ ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার শোলমারী গ্রামের মজিবর শেখের বড় ছেলে।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, আরিফ শেখ ওই বাল্কহেডে সুকানি হিসেবে কর্মরত ছিলেন। মঙ্গলবার বিকেলে বালু নিয়ে তিনি ফরিদপুর সদরের সিএনবি ঘাট নৌবন্দরে আসেন। আজ বালু খালাস করে ফেরার পথে চরভদ্রাসনের টিলারচর এলাকায় পৌঁছালে অসাবধানতাবশত তিনি নৌকা থেকে পদ্মা নদীতে পড়ে তলিয়ে যান।
দুর্ঘটনার খবর পেয়ে ফরিদপুর দমকল বাহিনীর দুই সদস্যের একটি ডুবুরি দল দুপুর ৩টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নদীতে তল্লাশি চালায়। তবে দীর্ঘ সময় চেষ্টা করেও নিখোঁজ সুকানির কোনো সন্ধান পাওয়া যায়নি। সন্ধ্যা হয়ে যাওয়ায় এবং দৃশ্যমানতা কমে আসায় আজকের মতো উদ্ধার অভিযান স্থগিত ঘোষণা করা হয়েছে।
চরভদ্রাসন দমকল বাহিনীর লিডার মোর্তজা ফকির জানান, "খবর পাওয়ার পরপরই আমরা ফরিদপুর থেকে ডুবুরি দল এনে উদ্ধার কাজ শুরু করি। কয়েক দফায় তল্লাশি চালানো হলেও নিখোঁজ ব্যক্তির সন্ধান মেলেনি। অন্ধকার হয়ে আসায় আজকের উদ্ধার কাজ বন্ধ রাখা হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার সকাল থেকে পুনরায় উদ্ধার অভিযান শুরু করা হবে।"
ফরিদপুর সিএনবি ঘাট নৌপুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিম আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, "নৌ পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযানে অংশ নিয়েছে। তবে বুধবার সন্ধ্যা পর্যন্ত ওই ব্যক্তির কোনো খোঁজ পাওয়া যায়নি। আমরা বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি।"
ব্যক্তিগত জীবনে আরিফ শেখ বিবাহিত এবং এক মেয়ে ও দুই ছেলের জনক। তার নিখোঁজের সংবাদে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...