Logo Logo

নরসিংদী- ৪ আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের মনোনয়ন পত্র সংগ্রহ


Splash Image

নরসিংদী-৪ (মনোহরদী–বেলাব) আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী হিসেবে রিকশা প্রতীকে মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন অধ্যাপক মাওলানা নাসির আল-ফরিদী।


বিজ্ঞাপন


বুধবার (২৪ ডিসেম্বর) বিকেলে মনোহরদী উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপজেলা নির্বাহী অফিসার এম.এ মুহাইমিন আল-জিহানের কাছ থেকে তিনি আনুষ্ঠানিকভাবে মনোনয়ন পত্র সংগ্রহ করেন।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস মনোহরদী উপজেলা শাখার সভাপতি কারী জয়নাল আবেদীন, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ত্বহেরী, সহ-সভাপতি মাওলানা আজিজুল হক, মাওলানা হাবিবুর রহমান, মাওলানা ওবায়দুল্লাহ মোশাররফ, মনোহরদী পৌরসভা শাখার সভাপতি হাফেজ মাওলানা আব্দুল বাসেতসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

মনোনয়নপত্র সংগ্রহ পরবর্তী এক সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় দলীয় নেতৃবৃন্দ জানান, নরসিংদী-৪ আসনে ইসলামী মূল্যবোধভিত্তিক রাজনীতি প্রতিষ্ঠা এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে জনগণের সেবায় আত্মনিয়োগ করাই তাদের মূল লক্ষ্য।

তারা আশাবাদ ব্যক্ত করেন যে, সুশৃঙ্খল রাজনীতির মাধ্যমে তারা এই আসনের সাধারণ মানুষের আস্থা ও ভালোবাসা অর্জনে সক্ষম হবেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...