Logo Logo

হাটহাজারীতে ওয়ান মেটারনিটি অ্যান্ড চাইল্ড কেয়ার-এর শুভ উদ্বোধন


Splash Image

চট্টগ্রামের হাটহাজারীতে মা ও শিশু স্বাস্থ্যসেবায় নতুন সংযোজন হিসেবে ‘ওয়ান মেটারনিটি অ্যান্ড চাইল্ড কেয়ার’-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।


বিজ্ঞাপন


বুধবার (২৪ ডিসেম্বর) সকাল ১০টায় হাটহাজারী পৌরসভাধীন হাটহাজারী মেডিকেল রোডে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গেইট এলাকায় এ উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মইনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসার সম্মানিত মুহতামিম মুফতি খলিল আহমেদ কাসেমী। তিনি ফিতা কেটে প্রতিষ্ঠানের শুভ উদ্বোধন করেন এবং পরে প্রতিষ্ঠানের সাফল্য ও জনকল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাটহাজারী পৌরসভা ব্যবসায়ী সমিতির সদস্য সচিব জসিম উদ্দিন বাবুল, ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি এস. এম. মইনুদ্দিন ও সাধারণ সম্পাদক আলী আজম। এছাড়াও উপস্থিত ছিলেন মানবিক ডাক্তার মো. আবু তৈয়ব, ডা. আব্দুল আলীম, হাসপাতাল ডিরেক্টর ডা. বিজন চন্দ্র তালুকদার, ডা. নাসির উল্লাহ চৌধুরী, ডা. মো. কামাল উদ্দিন, ডা. নাসরিন ইসরাত, ডা. মুকেশ ও ডা. সুইটি।

এছাড়া ওয়ান মেটারনিটি অ্যান্ড চাইল্ড কেয়ার-এর চেয়ারম্যান মো. সোহেল রানা, ব্যবস্থাপনা পরিচালক শাহেদুল আযম শাহেদ, ডিরেক্টর ইব্রাহিম খলিল, জুনায়েদ বিন ইয়াহিয়া, গিয়াস উদ্দিন পারভেজ, এস. এম. হেলাল উদ্দিন, তাজ উদ্দিন, হুমায়ুন কবির, রায়হান, গৌতম পালিত, মোকতাবিদুল্লাহ মিজানসহ বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে অংশ নেন।

উদ্বোধনী অনুষ্ঠানে আগত অতিথিরা বলেন, আধুনিক ও মানসম্মত সেবার মাধ্যমে মা ও শিশু স্বাস্থ্যসেবায় ওয়ান মেটারনিটি অ্যান্ড চাইল্ড কেয়ার হাটহাজারীসহ আশপাশের এলাকার মানুষের আস্থার প্রতীক হয়ে উঠবে। বিশেষ করে স্বল্প ব্যয়ে উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানটি প্রাণবন্ত পরিবেশে সম্পন্ন হয় এবং স্থানীয়দের মধ্যে নতুন এই স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতি ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যায়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...