Logo Logo

তারেক রহমানের সংবর্ধনায় আসার পথে দুর্ঘটনায় আহত ৩২


Splash Image

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে নোয়াখালী থেকে ঢাকা যাওয়ার পথে কুমিল্লার বাগমারায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।


বিজ্ঞাপন


বুধবার (২৪ ডিসেম্বর) দিবাগত মধ্যরাতে এ দুর্ঘটনা ঘটে। এতে বাসে থাকা অন্তত ৩২ জন নেতাকর্মী আহত হয়েছেন, যাদের মধ্যে দুইজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, নোয়াখালীর মাইজদী রশিদ কলোনী থেকে নেতাকর্মীদের নিয়ে একটি বাস ঢাকার উদ্দেশে রওনা দেয়। বাসটি কুমিল্লা জেলার বাগমারা বাজার এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এসময় দ্রুতগতির বাসটি সড়কের বিভাজকের (ডিভাইডার) ওপর উঠে যায়। এতে বাসটি দুমড়েমুচড়ে যায় এবং ভেতরে থাকা যাত্রীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।

দুর্ঘটনার শব্দ শুনে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন এবং উদ্ধার কাজ শুরু করেন। আহতদের উদ্ধার করে তাৎক্ষণিকভাবে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে চিকিৎসকরা দুইজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে ঢাকায় পাঠানোর পরামর্শ দেন।

আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো ব্যক্তিরা হলেন— নোয়াখালী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি জামাল উদ্দিন (জামাল) এবং নেয়াজপুর ইউনিয়ন বিএনপি কর্মী ইউসুফ। হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, তাদের দুজনের অবস্থাই বর্তমানে সংকটাপন্ন।

দুর্ঘটনার খবর পেয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও নোয়াখালী-৪ আসনের সাবেক সংসদ সদস্য মো. শাহজাহান।

তিনি বলেন, “আমাদের প্রিয় নেতা তারেক রহমানের সংবর্ধনাকে কেন্দ্র করে যখন সারাদেশে উৎসবের আমেজ, তখন এমন একটি মর্মান্তিক দুর্ঘটনা অত্যন্ত বেদনাদায়ক। আমি খবর পাওয়ার সাথে সাথেই আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে অ্যাম্বুলেন্স ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছি।”

তিনি আহত নেতাকর্মীদের দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেছেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...