Logo Logo

দিনাজপুর-১ আসনে জামায়াত প্রার্থী মতিউর রহমানের মনোনয়নপত্র সংগ্রহ


Splash Image

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দিনাজপুর-১ (বীরগঞ্জ–কাহারোল) সংসদীয় আসনে তোড়জোড় শুরু করেছেন প্রার্থীরা। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী, সাবেক ছাত্রনেতা ও বিশিষ্ট শিক্ষানুরাগী মতিউর রহমান আজ তাঁর মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।


বিজ্ঞাপন


বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুর ১২টার সময় দিনাজপুর জেলা প্রশাসকের কার্যালয় থেকে তিনি আনুষ্ঠানিকভাবে এই মনোনয়নপত্র গ্রহণ করেন। জেলা প্রশাসকের হাত থেকে জামায়াতের নির্ধারিত ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের মনোনয়নপত্র গ্রহণকালে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

মনোনয়নপত্র সংগ্রহের সময় প্রার্থী মতিউর রহমানের সঙ্গে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও দিনাজপুর জেলা আমির অধ্যক্ষ আনিছুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা তারবিয়াত সেক্রেটারি মাওলানা রবিউল ইসলাম, জেলা অফিস সেক্রেটারি মাওলানা শহিদুল ইসলাম খোকন এবং বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের দিনাজপুর জেলা সভাপতি ও জামায়াত মনোনীত কাহারোল উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মো. জাকিরুল ইসলাম।

অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন বীরগঞ্জ পৌরসভার মেয়র পদপ্রার্থী ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সহ-সভাপতি রাশেদুন নবী বাবু এবং দিনাজপুর জেলা মজলিসে শুরা সদস্য ও বীরগঞ্জ উপজেলা আমির ক্বারী আজিজুর রহমান।

মনোনয়নপত্র সংগ্রহ শেষে এক প্রতিক্রিয়ায় উপস্থিত নেতৃবৃন্দ বলেন, দিনাজপুর-১ আসনে ন্যায়নীতি ও ইসলামী মূল্যবোধভিত্তিক নেতৃত্ব প্রতিষ্ঠার লক্ষে তারা কাজ করে যাচ্ছেন। তারা জননেতা মতিউর রহমানের বিজয় কামনা করে সাধারণ মানুষের দোয়া ও সমর্থন প্রত্যাশা করেন।

উল্লেখ্য, মতিউর রহমান এলাকায় একজন সমাজসেবক ও শিক্ষানুরাগী ব্যক্তিত্ব হিসেবে পরিচিত। তাঁর মনোনয়নপত্র সংগ্রহের মধ্য দিয়ে বীরগঞ্জ-কাহারোল নির্বাচনী এলাকায় জামায়াতে ইসলামীর নেতা-কর্মীদের মাঝে নতুন করে নির্বাচনী আমেজ ছড়িয়ে পড়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...