বিজ্ঞাপন
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেলে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক সুব্রত সরকার শুভ সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, বুধবার (২৪ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে বেগমগঞ্জ উপজেলার ফেনী টু চৌমুহনী সড়কের বড়পোল সংলগ্ন মধুফুল বেকারি দোকানের সামনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল বিশেষ তল্লাশি চৌকি বসায়। বড়দিন ও থার্টি ফার্স্ট নাইটকে ঘিরে মাদক সরবরাহ রোধে ওই এলাকায় বিভিন্ন বাসে তল্লাশি চালানো হচ্ছিল।
অভিযান চলাকালে একটি দ্রুতগামী মোটরসাইকেলের গতিবিধি সন্দেহজনক মনে হলে কর্মকর্তারা সেটি থামানোর নির্দেশ দেন। পরে চালক মোহাম্মদ হোসাইনকে আটক করে তল্লাশি চালানো হলে তার কাছ থেকে ৩ হাজার ৯৬০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। অভিযানে মাদক বহনে ব্যবহৃত একটি সুজুকি মোটরসাইকেল এবং একটি টেকনো ব্র্যান্ডের মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
গ্রেপ্তারকৃত মোহাম্মদ হোসাইন জেলার সেনবাগ উপজেলার কাবিলপুর ইউনিয়নের পূর্ব মাইজদীপুর গ্রামের পাঁচানি বাড়ির মৃত মো. আবুল হাসেমের ছেলে।
এ বিষয়ে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক সুব্রত সরকার শুভ জানান, আটককৃত মাদককারবারিকে বেগমগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। উৎসবকে কেন্দ্র করে মাদকের বিস্তার রোধে জেলাজুড়ে এমন অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...