Logo Logo

কলাপাড়ায় ধর্মীয় ভাবগাম্ভীর্যে ও উৎসবমুখর পরিবেশে বড়দিন উদযাপন


Splash Image

পটুয়াখালীর কলাপাড়ায় উৎসবমুখর পরিবেশ ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হচ্ছে খ্রিষ্টান সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শুভ বড়দিন।


বিজ্ঞাপন


আজ বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল ৯টায় উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের খ্রিষ্টান পল্লীর গির্জাগুলোতে বিশেষ প্রার্থনা ও শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়।

দিনের শুরুতে গির্জাগুলোতে সমবেত হন শত শত খ্রিষ্টান ধর্মাবলম্বী। পবিত্র বাইবেল পাঠের মাধ্যমে যিশু খ্রিষ্টের জীবন ও দর্শন নিয়ে আলোকপাত করা হয়। এসময় ভক্তরা নিজেদের অতীতের সকল ভুল ও পাপ মোচনের পাশাপাশি দেশ ও জাতির মঙ্গল কামনায় যিশুর কাছে বিশেষ প্রার্থনা করেন।

বড়দিন উপলক্ষে গতকাল বুধবার সন্ধ্যা থেকেই খ্রিষ্টান পল্লীগুলোতে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে। আলোকসজ্জা, গোশালা তৈরি এবং কীর্তনের মাধ্যমে শুরু হয় উৎসবের আনুষ্ঠানিকতা। শিশু-কিশোর থেকে শুরু করে সব বয়সী মানুষের মাঝে বিরাজ করছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।

বড়দিন উদযাপনকে কেন্দ্র করে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পটুয়াখালী জেলা ও উপজেলা পুলিশ প্রশাসন কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। উৎসব চলাকালীন প্রতিটি গির্জা ও সংলগ্ন এলাকায় মোতায়েন রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য।

কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কাউসার হামিদ এ প্রসঙ্গে বলেন, "খ্রিষ্টান সম্প্রদায়ের এই বড় ধর্মীয় উৎসবটি যেন শান্তিপূর্ণ ও সুন্দরভাবে সম্পন্ন হয়, সেজন্য প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সকল ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।"

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...