Logo Logo

ফেনীর ছাগলনাইয়ায় ৬৪ কেজি গাঁজাসহ মাদককারবারী গ্রেপ্তার


Splash Image

ফেনীর ছাগলনাইয়া উপজেলায় ৬৪ কেজি গাঁজাসহ এক মাদককারবারীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭।


বিজ্ঞাপন


বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুরে র‌্যাবের পক্ষ থেকে গণমাধ্যমকে এ তথ্য জানানো হয়। গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম ওমর ফারুক (৩২)। তিনি ছাগলনাইয়া উপজেলার জয়নগর এলাকার আমির হোসেনের ছেলে। বুধবার বিকেলে উপজেলার উত্তর পানুয়া লস্কর দিঘীর পাড় এলাকায় ওমানী হক ট্রেডার্সের সামনে পাকা রাস্তার ওপর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় একটি চেকপোস্ট বসিয়ে নজরদারি করা হয়। এ সময় একটি সাদা রঙের মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে ৩টি কালো ও ১টি সিলভার রঙের কাপড়ের ব্যাগের ভেতর থেকে মোট ৬৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। প্রতিটি ব্যাগে ৮টি করে মোট ৩২টি গাঁজার বান্ডিল ছিল, যার আনুমানিক বাজারমূল্য ৬ লাখ ৪০ হাজার টাকা। একই সঙ্গে টয়োটা ব্র্যান্ডের একটি মাইক্রোবাস (রেজিঃ ঢাকা মেট্রো-চ-১৪-১০৪৮), যার আনুমানিক মূল্য ১০ লাখ টাকা, জব্দ করা হয়। পরে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) ধারার সারণি ১৯ (গ)/৩৮ ধারায় মামলা দায়ের করে জব্দকৃত মাদক ও গাড়িসহ গ্রেপ্তারকৃত আসামিকে ছাগলনাইয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ছাগলনাইয়া থানার ওসি মোঃ শাহীন মিয়া।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...