বিজ্ঞাপন
ঘটনাটি ঘটে গতকাল শুক্রবার (২৬ ডিসেম্বর) রাত আনুমানিক ৯টা ৪৫ মিনিটের দিকে নগরকান্দা থানাধীন খৈয়া গ্রামের মহিম ওরফে মহিউদ্দিনের বসতবাড়ির পাশে অবস্থিত গোয়ালঘরে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতের বেলায় বসতঘর থেকে বের হয়ে প্রথমে গোয়ালঘরে আগুন দেখতে পান বাড়ির মালিক মহিম। তিনি চিৎকার শুরু করলে আশপাশের লোকজন দ্রুত এগিয়ে আসে। পরে স্থানীয়দের সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
অগ্নিকাণ্ডের সময় গোয়ালঘরে রাখা চারটি বড় গরু, একটি বাছুর ও তিনটি ছাগল আগুনের তাপে শরীরের লোম পুড়ে সামান্য ক্ষতিগ্রস্ত হয়। এর মধ্যে একটি গরুর অবস্থা আশঙ্কাজনক হয়ে পড়লে সেটিকে জবাই করা হয়। বাকি পশুগুলোকে পশু চিকিৎসকের মাধ্যমে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
এই ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ১০ থেকে ১৫ হাজার টাকা বলে ধারণা করা হচ্ছে।
খবর পেয়ে নগরকান্দা থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রাথমিক তদন্ত শুরু করে। পুলিশের ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...