বিজ্ঞাপন
শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেলে দাগনভুঞা শহরের শহীদ মাসুদ চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
দাগনভুঞা প্রেসক্লাবের সভাপতি মো. ইমাম হাছান কচির সভাপতিত্বে এবং রিপোর্টার্স ক্লাবের সভাপতি প্রকৌশলী মোকাররম বিল্লাহর সঞ্চালনায় মানববন্ধন শেষে এক সংক্ষিপ্ত প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন বিএনপি নেতা কাজী সাইফুর রহমান স্বপন, জাসদ নেতা তাজউদ্দিন আজাদ, শ্রমিক দলের নেতা জসিম উদ্দিন, ছাত্র সমন্বয়ক প্রিন্স মাহমুদ আজিম, বাসদ নেতা ও সাংবাদিক অর্জুন চন্দ্র দাস, দাগনভুঞা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তবারক হোসেন, সাংবাদিক আলা উদ্দিন আল হাসান, কাজী নজরুল হায়দার, মাজহারুল ইসলামসহ অন্যান্য সাংবাদিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, স্বাধীন ও নিরপেক্ষ সাংবাদিকতা গণতন্ত্রের অন্যতম ভিত্তি। দেশের শীর্ষ গণমাধ্যমের অফিসে হামলা, ভাঙচুর ও লুটপাট স্বাধীন মতপ্রকাশের ওপর সরাসরি আঘাত। এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
তারা অবিলম্বে হামলার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সঙ্গে ভবিষ্যতে গণমাধ্যমকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান বক্তারা।
মানববন্ধনে দাগনভুঞা ও আশপাশের এলাকার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা অংশগ্রহণ করেন এবং গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় ঐক্যবদ্ধ আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...