বিজ্ঞাপন
শনিবার (২৭ ডিসেম্বর) সকাল ৭টার দিকে এই আগুনের সূত্রপাত হয়। দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা হলেও জাহাজের ভেতর থেকে একজনের ভস্মীভূত মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিদিনের মতো সেন্ট মার্টিন যাত্রার প্রস্তুতির সময় হঠাৎ জাহাজটিতে আগুন দেখতে পাওয়া যায়। মুহূর্তের মধ্যেই আগুনের শিখা পুরো জাহাজে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নির্বাপণের কাজ শুরু করেন।
ভয়াবহ এই অগ্নিকাণ্ডে ‘দ্যা আটলান্টিক ক্রুজ’ জাহাজটি সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিলা তাসনিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আগুন লাগার সময় জাহাজে কোনো পর্যটক ছিলেন না, ফলে বড় ধরনের প্রাণহানি এড়ানো সম্ভব হয়েছে। তবে আগুনের তীব্রতায় জাহাজের কাঠামো ও অভ্যন্তরীণ আসবাবপত্রসহ সব মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।
আগুন নিয়ন্ত্রণে আসার পর জাহাজের ভেতর তল্লাশি চালিয়ে একজনের মরদেহ উদ্ধার করা হয়। কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক সৈয়দ মুহাম্মদ মোরশেদ হোসেন জানান, নিহত ব্যক্তি জাহাজের একজন কর্মচারী ছিলেন। আগুন লাগার সময় তিনি একটি কক্ষে ঘুমাচ্ছিলেন এবং বের হতে না পেরে কক্ষের ভেতরেই দগ্ধ হয়ে মারা যান। জাহাজে আর কেউ আটকা পড়ে আছেন কি না, তা নিশ্চিত করতে তল্লাশি অভিযান অব্যাহত রাখা হয়েছে।
প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কারণ জানা যায়নি। ফায়ার সার্ভিস কর্মকর্তারা জানিয়েছেন, তদন্তের পরই আগুনের সূত্রপাত সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের টিম কাজ করছে।
প্রতিবেদক- মোহাম্মদ শাজাহান, কক্সবাজার।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...