বিজ্ঞাপন
শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেল পৌনে ৫টার দিকে পেট্রোবাংলা সংলগ্ন খোদেজা হাজারীর কলোনি থেকে তাকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ফেনী মডেল থানা পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে বেলালের কাছ থেকে ৯০ বোতল বিদেশি মদ এবং ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত বিল্লাল মিজি লক্ষ্মীপুর জেলার চর বকসী এলাকার সোহাগ মিজির ছেলে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক বেলাল পুলিশকে জানিয়েছেন, আসন্ন 'থার্টি ফার্স্ট নাইট' বা ইংরেজি নববর্ষ উদযাপনকে কেন্দ্র করে মাদকের চাহিদা বেড়ে যাওয়ায় তিনি এই বিপুল পরিমাণ মাদক মজুত করেছিলেন। উৎসবের আড়ালে এসব মাদক ফেনী শহর ও আশপাশের এলাকায় চড়া দামে বিক্রির পরিকল্পনা ছিল তার।
ফেনী মডেল থানা পুলিশ জানায়, আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এই নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...