Logo Logo

পাইকগাছায় রাস্তার অতিরিক্ত মাটি সরানোর জের ধরে মারপিট ও দোকান লুটপাট


Splash Image

রাস্তার অতিরিক্ত মাটি সরানোর জের ধরে দোকান ভাংচুর ও মারপিট করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় শারীরিকভাবে অসুস্থ নজরুল ইসলাম সরদার ও তার প্রতিবন্ধী ছেলে ইসমাইল হোসেনকে বেধড়ক মারপিট করা হয়।


বিজ্ঞাপন


গত ১৬ ডিসেম্বর (মঙ্গলবার) সকাল ৮ টার দিকে উপজেলার চককাওয়ালী বটতলা থেকে কানুয়ারডাঙ্গা রাস্তার মাঝে কানাদীঘির পাশে অতর্কিত ভাবে জাকির হোসেন (৪৫) এর নেতৃত্বে হামলা করে ছাত্রলীগের সক্রিয় সদস্য আজগার হোসেন(২৯), নাজমুল হোসেন (৩২), নাজমা বেগম (৩৫), জাকিয়া সুলতানা (২২) আক্রমণ করে। এসময় হামলাকারীরা রড, লাঠি দিয়ে এলোপাথাড়ি ভাবে মারতে থাকে নজরুল ইসলামকে।

চেচামেচির শব্দ শুনে ইসমাইল হোসেন (১৭) মানসিক ভাবে প্রতিবন্ধী (নজরুল ইসলামের ছেলে) মনজিলা বেগম, আনজিরা বেগম ঘটনাস্থলে এসে তাদের কাছ থেকে নজরুল ইসলামকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করলে তাদেরকেও মারপিট করে আটকে রাখে।

ঘটনার পূর্বের দিন জাকির হোসেন পাশের বাড়ি থেকে ছাত্রলীগের সক্রিয় সদস্য শাহরিয়ার হোসেন সৈকত(২৭) ও আ.লীগ নেতা শফিকুল ইসলাম (৫২) ডেকে নিয়ে আসেন শফিকুলের নেতৃত্বে সৈকত এবং তার ছেলে তরিকুল ইসলাম (২৭) দোকান থেকে নজরুল ইসলাম ও তার প্রতিবন্ধী ছেলে ইসমাইলকে প্রচন্ড মারধর করে। দোকান ভাংচুর, লুণ্ঠনকরে নগদ অর্থ নিয়ে যায়।

এ বিষয়ে এসআই মনির জামান বলেন, উক্ত হামলার ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। তবে তারা পলাতক থাকায় তাৎক্ষণিকভাবে কাউকে আটক করা সম্ভব হয়নি। আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

প্রতিবেদক- মোঃ আসাদুল ইসলাম, পাইকগাছা, খুলনা।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...