বিজ্ঞাপন
শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে ভোলা সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ভোটের গাড়ি 'ক্যারাভান'-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আশাবাদ ব্যক্ত করে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, "আমরা অত্যন্ত গুরুত্বের সাথে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি। আশা করছি, সারা দেশে একটি উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে এই নির্বাচন অনুষ্ঠিত হবে।"
নির্বাচনের গুরুত্ব ব্যাখ্যা করতে গিয়ে মো. তৌহিদ হোসেন উল্লেখ করেন যে, দেশে গত ১৫ বছর ধরে সঠিক অর্থে কোনো নির্বাচন অনুষ্ঠিত হয়নি। তিনি বলেন, "সর্বশেষ ২০০৮ সালে একটি গ্রহণযোগ্য নির্বাচন হয়েছিল। এরপর থেকে দেশের মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগের প্রকৃত সুযোগ পায়নি।"
বিশেষ করে তরুণ প্রজন্মের ভোটাধিকার বঞ্চিত হওয়ার বিষয়টি তুলে ধরে তিনি বলেন, "দেশের ৩০ বছরের কম বয়সী যুবকরা এ পর্যন্ত কোনো নির্বাচনে ভোট দিতে পারেনি। তারা জানেই না ভোট দেওয়ার অভিজ্ঞতা কেমন। আমাদের মূল লক্ষ্য হলো, এবার প্রতিটি নাগরিক যেন নির্ভয়ে এবং নির্বিঘ্নে কেন্দ্রে গিয়ে নিজের পছন্দমতো প্রার্থীকে ভোট দিতে পারেন।"
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ভোলার জেলা প্রশাসক ডা. শামীম রহমান এবং জেলা পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছারসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। 'ক্যারাভান' কর্মসূচির মাধ্যমে ভোটারদের সচেতন করা এবং নির্বাচনের বার্তা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...