Logo Logo

হাদি হত্যার বিচারের দাবিতে ঝালকাঠিতে বিক্ষোভ


Splash Image

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ বিন ওসমান হাদি হত্যার বিচার দাবিতে তার জন্মভূমি ঝালকাঠিতে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে সর্বস্তরের জনগণ।


বিজ্ঞাপন


রবিবার (২৮ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে ঝালকাঠি শহরের ফায়ার সার্ভিস মোড়ে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়। এতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মী এবং সাধারণ মানুষ অংশ নেন।

বিক্ষোভ মিছিলে অংশগ্রহণকারীরা “তুমি কে, আমি কে—হাদি হাদি”, “আমরা সবাই হাদি হবো, যুগে যুগে লড়ে যাবো”, “এক হাদি লোকান্তরে, লক্ষ হাদি ঘরে ঘরে”, “ইনসাফের কথা বলবো, আমরা সবাই হাদি হবো”, এবং “ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধান”— এমন নানা স্লোগান দেন।

সমাবেশে বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঝালকাঠি জেলা শাখার মুখপাত্র সাকিবুল ইসলাম রায়হান। তিনি বলেন, ভারতীয় আধিপত্যবাদবিরোধী আন্দোলনের অগ্রসেনানী ও ‘ইনসাফের বাংলাদেশ’ গড়ার রূপকার শহীদ শরিফ ওসমান হাদির খুনিদের এখনো আইনের আওতায় আনা হয়নি। হাদি হত্যার বিচার না হলে জুলাই আর থাকবে না।

সংগঠনের জেলা যুগ্ম আহ্বায়ক ইয়াসিন ফেরদৌস ইফতি বলেন, ঘটনার এতদিন পেরিয়ে গেলেও খুনিদের গ্রেপ্তার করতে না পারা রাষ্ট্রের চরম ব্যর্থতা। আওয়ামী লীগ সরকারের সময় যেমন খুনিরা পার পেয়ে গেছে, অন্তর্বর্তীকালীন সরকারের সময়েও তারা পালিয়ে গেছে। আমরা অবিলম্বে খুনিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক বিচার চাই।

উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর শুক্রবার দুপুরে হত্যার উদ্দেশ্যে শহীদ শরিফ ওসমান হাদিকে গুলি করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে ১৫ ডিসেম্বর উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর তিনি মৃত্যুবরণ করেন। পরবর্তীতে তার মরদেহ দেশে এনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির নিকটে তাকে দাফন করা হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...