Logo Logo

নোয়াখালী-৬ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিলেন বিএনপি নেতা


Splash Image

নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নিচ্ছেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য প্রকৌশলী তানভীর উদ্দিন রাজীব। দলীয় মনোনয়ন না পাওয়ায় তিনি নিজ উদ্যোগে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।


বিজ্ঞাপন


রোববার (২৮ ডিসেম্বর) দুপুরে জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মুহাম্মদ শফিকুল ইসলামের কাছে মনোনয়নপত্র জমা দেন রাজীব। নোয়াখালীর ৬ সংসদীয় আসনে শনিবার পর্যন্ত মোট ৭৩ জন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমাদানের শেষ দিন আগামী ২৯ ডিসেম্বর।

এ আসনে তানভীর উদ্দিন রাজীব ছাড়াও অন্তত অর্ধডজন সম্ভাব্য প্রার্থী বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন। দলীয় মনোনয়ন না পেয়ে বিএনপির আরও তিন নেতাকর্মি মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। স্থানীয় নেতাকর্মিরা আশা করছেন, এতে ভোটের মাঠে প্রভাব পড়বে।

নোয়াখালী-৬ আসনে বিএনপির মনোনীত প্রার্থী চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম। তাঁর মনোনয়ন ঘোষণার পর থেকেই সাবেক সংসদ সদস্য ফজলুল আজিম এবং উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক প্রকৌশলী তানভীর উদ্দিন রাজীবসহ তাদের অনুসারীরা প্রার্থী পরিবর্তনের দাবিতে মাঠে রয়েছেন। অপরদিকে, এনসিপি থেকে প্রার্থী হয়েছেন দলের জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ।

নোয়াখালী জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মুহাম্মদ শফিকুল ইসলাম জানিয়েছেন, শনিবার পর্যন্ত ৬ সংসদীয় আসনে মোট ৭৩ জন প্রার্থী মনোনয়নপত্র কিনেছেন। আজ বিকেল ৫টার পর আরও বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে।

সংশোধিত তফসিল অনুযায়ী, সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাই হবে ৩০ ডিসেম্বর থেকে ২০২৬ সালের ৪ জানুয়ারি পর্যন্ত। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়েরের সময় ৫ থেকে ৯ জানুয়ারি। আপিল নিষ্পত্তি হবে ১০ থেকে ১৮ জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ হবে ২১ জানুয়ারি। নির্বাচনি প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি এবং প্রচারণা চলবে ১০ ফেব্রুয়ারি সকাল ৭.৩০ পর্যন্ত। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...