Logo Logo

আমি কোনো দলের নই— স্পষ্ট ঘোষণা জাহিদুল ইসলামের


Splash Image

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সাবেক নেতা মো. জাহিদুল ইসলাম রাজনীতি থেকে সম্পূর্ণভাবে নিজেকে গুটিয়ে নেওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন। বর্তমানে কোনো রাজনৈতিক দলের সঙ্গে তাঁর সম্পৃক্ততা নেই এবং ভবিষ্যতেও রাজনীতিতে ফেরার কোনো পরিকল্পনা নেই বলে তিনি স্পষ্ট জানিয়েছেন।


বিজ্ঞাপন


রোববার (২৮ ডিসেম্বর) দুপুর ২টায় টুঙ্গিপাড়া উপজেলা প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যের মাধ্যমে তিনি এই ঘোষণা দেন।

লিখিত বক্তব্যে জাহিদুল ইসলাম জানান, তিনি অতীতে বাংলাদেশ আওয়ামী লীগের টুঙ্গিপাড়া পৌর শাখার ৭ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তবে বর্তমানে দলটির কোনো কমিটিতে তাঁর কোনো পদ নেই এবং দীর্ঘ সময় ধরে তিনি রাজনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে রয়েছেন। বর্তমানে তিনি একজন পেশাদার ব্যবসায়ী হিসেবে নিজের জীবিকা নির্বাহ করছেন।

সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, একটি বিশেষ মহল ব্যক্তিগত ও রাজনৈতিক প্রতিহিংসা থেকে তাঁকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে রাজনীতিতে জড়িয়ে অপপ্রচার চালাচ্ছে। ওই মহলটি তাঁকে নানাভাবে হয়রানি করার চেষ্টা করছে বলেও তিনি দাবি করেন।

জাহিদুল ইসলাম বলেন, “একটি পক্ষ ভিত্তিহীনভাবে আমাকে রাজনৈতিকভাবে জড়িত প্রমাণের চেষ্টা করছে, যা সম্পূর্ণ মিথ্যা। জনমনে সৃষ্ট বিভ্রান্তি দূর করতেই আমি আজ সাংবাদিকদের মাধ্যমে সত্য তুলে ধরছি।”

নিজের অবস্থান পরিষ্কার করে তিনি আরও বলেন, “আমি বর্তমানে কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত নই। শুধু বর্তমান নয়, ভবিষ্যতেও কোনো ধরনের রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত হওয়ার কোনো ইচ্ছা বা পরিকল্পনা আমার নেই। আমি শান্তিতে সাধারণ নাগরিক হিসেবে জীবনযাপন করতে চাই।”

পরিশেষে, কোনো ধরনের বিভ্রান্তিকর সংবাদে কান না দেওয়ার আহ্বান জানিয়ে তিনি সঠিক ও নিরপেক্ষ তথ্য প্রচারের জন্য টুঙ্গিপাড়া উপজেলা প্রেস ক্লাবে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...