Logo Logo

মনোনয়নপত্র জমা দিলেন গোপালগঞ্জের স্বতন্ত্র প্রার্থীরা


Splash Image

গোপালগঞ্জ জেলার তিনটি সংসদীয় আসন থেকে আজ (রোববার) চারজন প্রার্থী তাদের মনোনয়ন পত্র জমা দিয়েছেন। মনোনয়ন পত্র জমা দেওয়া প্রার্থীদের সবাই স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন।


বিজ্ঞাপন


সকালে গোপালগঞ্জ জেলার রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক (যুগ্ম সচিব) মোঃ আরিফ-উজ-জামানের নিকট মনোনয়ন পত্র জমা দেন গোপালগঞ্জ-১ (মুকসুদপুর-কাশিয়ানি একাংশ) আসনের স্বতন্ত্র প্রার্থী এম. আনিসুল ইসলাম।

এছাড়াও, গোপালগঞ্জ-২ (গোপালগঞ্জ-কাশিয়ানি একাংশ) আসনের জন্য স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দেন জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য এম. এইচ. খান মঞ্জু এবং সাবেক উপজেলা চেয়ারম্যান কামরুজ্জামান ভুইয়া লুটল।

গোপালগঞ্জ-৩ (কোটালিপাড়া-টুঙ্গিপাড়া) আসনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দিয়েছেন অ্যাডভোকেট হাবিবুর রহমান।

জেলা রিটার্নিং কর্মকর্তা মো. আরিফ-উজ-জামান মনোনয়ন পত্র গ্রহণের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে প্রার্থীরা তাদের মনোনয়ন দাখিল করেছেন। যাচাই-বাছাই শেষে প্রার্থীদের বৈধতার বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে।

নির্বাচনী আমেজ শুরু হওয়ায় এলাকায় সাধারণ ভোটার ও রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিশেষ করে হেভিওয়েট ও সাবেক নেতাদের স্বতন্ত্র প্রার্থী হিসেবে আবির্ভাব নির্বাচনের সমীকরণকে নতুন দিকে নিয়ে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...