বিজ্ঞাপন
সকালে গোপালগঞ্জ জেলার রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক (যুগ্ম সচিব) মোঃ আরিফ-উজ-জামানের নিকট মনোনয়ন পত্র জমা দেন গোপালগঞ্জ-১ (মুকসুদপুর-কাশিয়ানি একাংশ) আসনের স্বতন্ত্র প্রার্থী এম. আনিসুল ইসলাম।
এছাড়াও, গোপালগঞ্জ-২ (গোপালগঞ্জ-কাশিয়ানি একাংশ) আসনের জন্য স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দেন জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য এম. এইচ. খান মঞ্জু এবং সাবেক উপজেলা চেয়ারম্যান কামরুজ্জামান ভুইয়া লুটল।
গোপালগঞ্জ-৩ (কোটালিপাড়া-টুঙ্গিপাড়া) আসনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দিয়েছেন অ্যাডভোকেট হাবিবুর রহমান।
জেলা রিটার্নিং কর্মকর্তা মো. আরিফ-উজ-জামান মনোনয়ন পত্র গ্রহণের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে প্রার্থীরা তাদের মনোনয়ন দাখিল করেছেন। যাচাই-বাছাই শেষে প্রার্থীদের বৈধতার বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে।
নির্বাচনী আমেজ শুরু হওয়ায় এলাকায় সাধারণ ভোটার ও রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিশেষ করে হেভিওয়েট ও সাবেক নেতাদের স্বতন্ত্র প্রার্থী হিসেবে আবির্ভাব নির্বাচনের সমীকরণকে নতুন দিকে নিয়ে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...