Logo Logo

স্বরাষ্ট্র উপদেষ্টা

১০ দিনের মধ্যে হাদি হত্যা মামলার চার্জশিট দেওয়া হবে


Splash Image

ওসমান হাদি হত্যাকাণ্ডের ন্যায়বিচার নিশ্চিত করতে বর্তমান সরকার দৃঢ় প্রতিজ্ঞ বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, আগামী ১০ দিনের মধ্যেই এই চাঞ্চল্যকর হত্যা মামলার চার্জশিট আদালতে দাখিল করা হবে।


বিজ্ঞাপন


রোববার (২৮ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত কোর কমিটির গুরুত্বপূর্ণ সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এসব তথ্য জানান।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদেই ওসমান হাদি হত্যার বিচার প্রক্রিয়া সম্পন্ন করা হবে।” অপরাধীদের কঠোর শাস্তির আওতায় আনতে সরকার বদ্ধপরিকর উল্লেখ করে তিনি দেশের সকল রাজনৈতিক দলের প্রতি বিশেষ আহ্বান জানান।

তিনি বলেন, ফ্যাসিবাদী, সন্ত্রাসী ও দুষ্কৃতকারীদের যেন কোনো রাজনৈতিক দলে আশ্রয় দেওয়া না হয়।

মামলার তদন্তের বর্তমান অবস্থা সম্পর্কে জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, তদন্ত কার্যক্রম এখন শেষ পর্যায়ে রয়েছে। তদন্তের গোপনীয়তা ও স্বার্থ রক্ষায় সব তথ্য এই মুহূর্তে প্রকাশ করা সম্ভব নয় জানিয়ে তিনি বলেন, “এ পর্যন্ত এই হত্যাকাণ্ডের ঘটনায় ১১ জনকে গ্রেফতার করা হয়েছে।”

তদন্তের অংশ হিসেবে ইতিমধ্যে হত্যাকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ আলামত উদ্ধার করা হয়েছে। এছাড়া অপরাধীদের আর্থিক লেনদেন ও সংশ্লিষ্টতা খতিয়ে দেখতে অভিযুক্তদের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে বলেও জানান উপদেষ্টা।

ওসমান হাদি হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার হবে—এমন আশ্বাসে আইন-শৃঙ্খলা পরিস্থিতির ওপর জনগণের আস্থা আরও সুদৃঢ় হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...