Logo Logo

শেরপুরের নকলায় টিসিবি’র পন্যসহ ২জন গ্রেফতার


Splash Image

শেরপুরের নকলা উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক বেলায়েত হোসেনের দোকান থেকে অবৈধভাবে মজুদকৃত টিসিবি’র মালামাল জব্দ করেছে যৌথবাহিনী।


বিজ্ঞাপন


শনিবার (২৭ ডিসেম্বর) রাত সাড়ে এগারোটার দিকে শহরের জাহিদ এন্টারপ্রাইজ-এ পুলিশ ও সেনাবাহিনী যৌথ অভিযান চালিয়ে এইসব মালামাল জব্দসহ জড়িত দুইজনকে গ্রেফতার করে। গ্রেফতার কৃতদের একজন উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক বেলায়েত হোসেন (৬১) অন্যজন ডিলার শহিদুল ইসলাম (৪০)।

স্থানীয় ‎সূত্রে জানা যায়, ডিলারশীপ প্রাপ্ত শহিদুল ইসলামের কাছ থেকে ৫ আগস্ট পরবর্তী সময়ে ব্যবসায় শেয়ার হন বেলায়েত হোসেন। এরপর নানা কারণে অনুপস্থিত কার্ডধারীদের জন্য বরাদ্দাকৃত চাল, ডাল, চিনি ইত্যাদি পণ্য সরকার নির্ধারিত মূল্যে বিক্রির পরিবর্তে বেলায়েত হোসেন তার মালিকানাধীন দোকানে বাজারমূল্যে বিক্রির অভিযোগ উঠে।

‎এমন অভিযোগের প্রেক্ষিতে শনিবার রাতে বেলায়েত হোসেনের জাহিদ এন্টারপ্রাইজে পুলিশ ও সেনাবাহিনী যৌথঅভিযান পরিচালনা করেন। অভিযানকালে টিসিবি’র বরাদ্দকৃত ২শ কেজি চাল, ৫৪ লিটার তেল, ১০ কেজি চিনি, ২৬ কেজি ডাল ও কিছু বস্তা জব্দ করা হয়। এসময় জড়িত থাকার অভিযোগে বেলায়েত হোসেন ও শহিদুল ইসলামকে আটক করা হয়।

‎অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া আফরিন এ্যানি।

‎আটককৃতদের বিরুদ্ধে নকলা থানায় নিয়মিত মামলার মাধ্যমে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা রিপন চন্দ্র গোপ।

প্রতিবেদক- মোঃ আরিফুর রহমান, শেরপুর।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...