Logo Logo

কালুখালীতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ‘ফ্যামিলি ডে’ উদযাপিত


Splash Image

“হিমেল হাওয়া, শিশিরবিন্দু- মিলিয়ে যায় রোদ্দুরে, ঝরা পাতা -নির্মল বিকেলে, মিলনমেলা এ প্রান্তরে”— এই নান্দনিক স্লোগানকে সামনে রেখে রাজবাড়ীর কালুখালীতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ‘ফ্যামিলি ডে-২০২৫’।


বিজ্ঞাপন


রবিবার (২৮ ডিসেম্বর) বিকেলে উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের খাগজানা সাব-সেক্টরে কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে দিনব্যাপী এই মিলনমেলা অনুষ্ঠিত হয়। আনন্দঘন এই আয়োজনে হাসপাতালের চিকিৎসক, নার্স ও সকল স্তরের স্টাফরা সপরিবারে অংশ নেন।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে আনুষ্ঠানিকতা শুরু হয়। এরপর সিনিয়র স্টাফ নার্স ও মিডওয়াইফদের সম্মিলিত কণ্ঠে স্বাগতম গানের মাধ্যমে আমন্ত্রিত অতিথিদের বরণ করে নেওয়া হয়। সাংস্কৃতিক পর্বে দেশাত্মবোধক গান পরিবেশন করেন মিডওয়াইফ মুক্তা রায়। এছাড়াও হাসপাতালের অন্যান্য কর্মীদের প্রাণবন্ত আবৃত্তি ও গান অনুষ্ঠানটিতে ভিন্ন মাত্রা যোগ করে।

দিনব্যাপী আয়োজনের মধ্যে ছিল স্টাফ স্পোর্টস (ক্রীড়া প্রতিযোগিতা), মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, অ্যাওয়ার্ড প্রদান, আকর্ষণীয় রাফেল ড্র ও প্রীতিভোজ (ডিনার)।

সিনিয়র স্টাফ নার্স আকলিমা আক্তার ও সেকমো আজাদুর হোসেন আজাদের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ীর সিভিল সার্জন ডা. এস এম মাসুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালুখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইসরাত জাহান উম্মান। এছাড়াও স্বাস্থ্য কমপ্লেক্সের অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২০১৮ সাল থেকেই ক্ষুদ্র পরিসরে ফ্যামিলি ডে উদযাপিত হয়ে আসছে। তবে ২০২৩ সাল থেকে বর্তমান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইসরাত জাহান উম্মানের বিশেষ উদ্যোগে এটি বৃহৎ পরিসরে আয়োজিত হচ্ছে। প্রতি বছর ডিসেম্বর মাসে এই মিলনমেলার আয়োজন এখন হাসপাতালের একটি বার্ষিক ঐতিহ্যে পরিণত হয়েছে।

প্রধান অতিথির বক্তব্যে সিভিল সার্জন ডা. এস এম মাসুদ বলেন, "পেশাগত ব্যস্ততার মাঝে এ ধরনের আয়োজন কর্মীদের কাজের উদ্দীপনা বাড়ায় এবং পারস্পরিক সম্পর্ক সুদৃঢ় করে।"

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইসরাত জাহান উম্মান জানান, সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এই মিলনমেলা সফল হয়েছে এবং আগামীতেও এই ধারা অব্যাহত থাকবে।

প্রতিবেদক- স্বপন বিশ্বাস, রাজবাড়ী।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...