বিজ্ঞাপন
রবিবার (২৮ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার দপদপিয়া জিরো পয়েন্ট এলাকায় বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভকারীরা সড়কে ব্যারিকেড স্থাপন করে স্লোগান দিতে থাকেন। এতে মহাসড়কে যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়।
অবরোধের কারণে বরিশাল ও ঢাকাগামী রুটের দূরপাল্লার বাসসহ বিভিন্ন পরিবহনের শতাধিক যানবাহন সড়কের দুই পাশে ৩ঘন্টা আটকা পড়ে। এতে যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হয়।বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন আহাত জুলাই যোদ্ধা মিন্টু হাওলাদার, শিক্ষার্থী সাথি আক্তারসহ অনেকেই।
বক্তারা অভিযোগ করেন, শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডের দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এখনো প্রকৃত হত্যাকারীরা গ্রেপ্তার হয়নি। সম্প্রতি অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে খুনি ভারতে পালিয়ে গেছে—এমন তথ্য জানানো হলেও এটি আইনশৃঙ্খলা বাহিনীর গাফিলতি ও দায়সাড়া ভূমিকারই প্রমাণ বলে তারা মনে করেন।
তাদের দাবি, হাদির হত্যার ঘটনাটি ছিল পরিকল্পিত। দ্রুত সময়ের মধ্যে দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে।বিক্ষোভকারীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামী দ্রুততম সময়ের মধ্যে শরিফ ওসমান হাদির হত্যাকারীদের গ্রেপ্তার করা না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...