বিজ্ঞাপন
রবিবার (২৮ ডিসেম্বর) বিকেলে লালমোহন উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মো. শাজ আজিজের কার্যালয়ে মনোনয়ন পত্র জমা দেওয়ার পর উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
নিজের দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ারের স্মৃতিচারণ করে মেজর হাফিজ বলেন, “আমি দীর্ঘ ২০ বছর এই এলাকার সংসদ সদস্য ছিলাম, আমার সময়ে কখনো মাদকের কোনো অভিযোগ ছিল না। অত্যন্ত দুঃখজনক যে, বিগত সরকারের আমলে আমার দুই উপজেলায় (লালমোহন ও তজুমদ্দিন) আশঙ্কাজনকভাবে মাদকের অনুপ্রবেশ ঘটেছে।”
তিনি আরও বলেন, “আমরা যুব সমাজকে উজ্জীবিত রাখতে চাই। তারা যেন সকল প্রকার নেশাজাতীয় দ্রব্য পরিহার করে খেলাধুলা, বিতর্ক প্রতিযোগিতা এবং সাহিত্য চর্চায় মনোনিবেশ করতে পারে, আমরা সেই পরিবেশ নিশ্চিত করব। আমরা একটি সাংস্কৃতিকভাবে উন্নত বাংলাদেশ গড়ে তুলতে চাই এবং এই পরিবর্তনের নেতৃত্ব দেবে আজকের যুব সমাজ।”
দেশের বর্তমান ভূ-রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে সাবেক এই মন্ত্রী বলেন, “দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব যদি অক্ষুণ্ণ রাখতে হয় এবং প্রতিবেশী রাষ্ট্রের দাদাগিরি থেকে মুক্ত থাকতে হয়, তবে জনগণকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব বিএনপির হাতে তুলে দিতে হবে। বিএনপি একটি অভিজ্ঞ রাজনৈতিক দল, যারা সফলভাবে চারবার রাষ্ট্র পরিচালনা করেছে।”
তিনি আরও যোগ করেন, “বিএনপি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দল, যিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। আমরা স্বাধীনতার সুবর্ণ পথ অনুসরণ করেই দেশের উন্নয়নের দিকে এগিয়ে যাব।”
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মো. জাফর ইকবাল, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল, পৌর বিএনপির সভাপতি সাদেক মিয়া জান্টু এবং সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাবুল পাটওয়ারীসহ স্থানীয় অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ।
মনোনয়ন জমা শেষে তিনি দলীয় নেতাকর্মীদের নির্বাচনী আচরণবিধি মেনে শান্তিপূর্ণভাবে প্রচার-প্রচারণা চালানোর নির্দেশনা দেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...