বিজ্ঞাপন
নিহত রবিউল ইসলাম মুকসুদপুর উপজেলার নওহাটা গ্রামের হিরু মিয়ার ছেলে। তিনি নড়াইল সদর থানায় কনস্টেবল পদে কর্মরত ছিলেন।
পারিবারিক ও পুলিশ সূত্রে জানা যায়, রবিউল ইসলাম নড়াইল সদর থানায় রাতে ডিউটি শেষ করে মোটরসাইকেলযোগে মুকসুদপুরের গ্রামের বাড়িতে ফিরছিলেন। পথিমধ্যে ঢাকা-খুলনা মহাসড়কের ভাঙ্গাপোল এলাকায় পৌঁছালে অজ্ঞাতনামা একটি দ্রুতগামী বাস তার মোটরসাইকেলটিকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘাতক বাসটি শনাক্ত করার চেষ্টা চলছে। চালক ও বাসটিকে আটকে পুলিশি তৎপরতা শুরু হয়েছে।
তিনি আরও জানান, আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে। পুলিশের একজন সদস্যের এমন অকাল মৃত্যুতে নিহতের পরিবার ও সহকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...