Logo Logo

জাতীয় নির্বাচন সুষ্ঠু ও উৎসবমুখর করতে বিজিবি’কে প্রস্তুতির নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার


Splash Image

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর করতে বর্ডার গার্ড বাংলাদেশকে (বিজিবি) প্রয়োজনীয় প্রশিক্ষণসহ সব ধরনের প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।


বিজ্ঞাপন


সোমবার (২৯ ডিসেম্বর) সকালে রাজধানীর পিলখানায় বিজিবি সদর দপ্তরে ‘বর্ডার গার্ড বাংলাদেশ দিবস-২০২৫’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ নির্দেশনা দেন। এদিন কৃতিত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ বিজিবি সদস্যদের পদক প্রদান এবং খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, "জাতীয় সংসদ নির্বাচনের আর বেশি দিন নেই, হাতে আছে মাত্র ৪৫ দিনের মতো। এই নির্বাচনকে সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করতে প্রশিক্ষণসহ যা যা করা প্রয়োজন, বিজিবিকে সেই প্রস্তুতি নিতে হবে। জাতিকে একটি সুন্দর নির্বাচন উপহার দেওয়ার বড় দায়িত্ব আপনাদের কাঁধেই।" তিনি বিজিবি সদস্যদের পেশাদারিত্বের সঙ্গে এই দায়িত্ব পালনের আহ্বান জানান।

সীমান্তে কড়া নজরদারি বজায় রাখার নির্দেশ দিয়ে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, সীমান্ত দিয়ে কোনোভাবেই মাদক প্রবেশ করতে দেওয়া যাবে না। স্পর্শকাতর এলাকাগুলোতে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করতে হবে। একইসঙ্গে দেশের পণ্য যেন অবৈধ পথে বিদেশে পাচার না হয়, সেদিকেও সজাগ থাকতে হবে।

মাদক ও চোরাকারবারির সঙ্গে কোনো বিজিবি কর্মকর্তা বা কর্মচারী জড়িত থাকলে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, "এক্ষেত্রে কাউকে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।"

বিজিবিকে ‘চেইন অব কমান্ড’ মেনে চলার আহ্বান জানিয়ে উপদেষ্টা বলেন, "ডিসিপ্লিন, ট্রেনিং এবং ওয়েলফেয়ার—এই তিনটি বিষয় সমান্তরালে চলতে হবে। কমান্ডারের উচিত তার অধীনস্থদের কল্যাণের দিকে নজর দেওয়া এবং তাদের সমস্যার দ্রুত সমাধান করা।" তিনি আরও নির্দেশ দেন যে, কোনো অপরাধী বা সন্ত্রাসী যেন সীমান্ত দিয়ে দেশত্যাগ করতে না পারে, সে বিষয়ে সর্বোচ্চ সতর্কতা বজায় রাখতে হবে।

বক্তব্যের শুরুতে উপদেষ্টা মহান মুক্তিযুদ্ধে বিজিবির আত্মত্যাগ এবং জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদ ও আহত ছাত্র-জনতাকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তিনি বলেন, তাদের আত্মদানের মাধ্যমেই বৈষম্যহীন দেশ গড়ার নতুন পথ উন্মোচিত হয়েছে।

উল্লেখ্য, গত ১৮ ডিসেম্বর ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির শাহাদতবরণ উপলক্ষে ২০ ডিসেম্বর রাষ্ট্রীয় শোক পালন করায় বিজিবি দিবসের নির্ধারিত অনুষ্ঠান স্থগিত করা হয়েছিল। সেই ধারাবাহিকতায় আজ ২৯ ডিসেম্বর পুনর্নির্ধারিত বিজিবি দিবস পালিত হচ্ছে।

অনুষ্ঠানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি, বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকীসহ ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...