Logo Logo

ফরিদপুর-৩ আসনে জামায়াত প্রার্থী প্রফেসর আবদুত তাওয়াবের মনোনয়নপত্র দাখিল


Splash Image

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ফরিদপুর-৩ (সদর) সংসদীয় আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী প্রফেসর আবদুত তাওয়াব তার মনোনয়নপত্র দাখিল করেছেন।


বিজ্ঞাপন


আজ (সোমবার) বেলা ১২টার দিকে ফরিদপুর জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা কামরুল হাসান মোল্লার নিকট তিনি আনুষ্ঠানিকভাবে এই মনোনয়নপত্র জমা দেন।

মনোনয়নপত্র দাখিলের সময় জেলা শাখার আমির মোঃ বদর উদ্দিন, টিম অঞ্চল সদস্য শামসুল ইসলাম আল বরাটি, জেলা নায়েবে আমির আবু হারিস মোল্লা, জেলা সরকারি সম্পাদক এস এম আবুল বাশার এবং পৌরসভা শাখার সাধারণ সম্পাদক এডভোকেট মোহাম্মদ রেজাউলসহ ফরিদপুর জেলা জামায়াতে ইসলামী ও তার অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সুষ্ঠু নির্বাচন ও জয়ের আশাবাদ মনোনয়নপত্র জমা দেওয়ার পর উপস্থিত সাংবাদিকদের সাথে এক সংক্ষিপ্ত মতবিনিময় করেন প্রফেসর আবদুত তাওয়াব। তিনি বলেন, "দীর্ঘদিন দেশের জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। তাই এবারের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরিবেশ যদি সুষ্ঠু ও অবাধ হয় এবং জনগণ যদি ঠিকমতো ভোট দিতে পারে, তবে আমি বিজয়ী হওয়ার ব্যাপারে শতভাগ আশাবাদী।"

ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নির্বাচিত হলে ফরিদপুর-৩ আসনের জন্য তার উন্নয়ন ভাবনার কথা জানিয়ে তিনি বলেন, স্বাস্থ্য, শিক্ষা, চিকিৎসা এবং রাস্তাঘাটের আমূল পরিবর্তন ও উন্নয়নে কাজ করাই হবে তার প্রধান লক্ষ্য। এছাড়া সামাজিক নিরাপত্তার বিষয়ে গুরুত্বারোপ করে তিনি বলেন, "সন্ত্রাস ও মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হবে। আমরা একটি নিরাপদ ও আধুনিক ফরিদপুর গড়তে চাই।"

লেভেল প্লেয়িং ফিল্ডের দাবি নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়ে এই জামায়াত নেতা বলেন, "নির্বাচনে সবার জন্য সমান সুযোগ বা ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিত করতে হবে।" এ সময় তিনি নির্বাচনের সংবাদ সংগ্রহ ও পরিবেশনে সাংবাদিকদের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...