Logo Logo

টুঙ্গিপাড়ায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন ইউএনও


Splash Image

তীব্র শীত ও কনকনে ঠান্ডায় বিপর্যস্ত গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার অসহায় ও ছিন্নমূল মানুষের পাশে দাঁড়িয়েছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. জহিরুল আলম।


বিজ্ঞাপন


গতকাল রোববার (২৮ ডিসেম্বর) দিবাগত গভীর রাতে উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে তিনি শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন।

হাড়কাঁপানো শীত উপেক্ষা করে রোববার রাতে ইউএনও মো. জহিরুল আলম উপজেলার বাঁশবাড়িয়া আশ্রয়ণ কেন্দ্র, পাটগাতী বাসস্ট্যান্ড, চৌরঙ্গী এবং বাজার এলাকাসহ বিভিন্ন স্থানে ঘুরে বেড়ান। এ সময় তিনি রাস্তার ধারে থাকা শ্রমজীবী মানুষ, ছিন্নমূল অসহায় ব্যক্তি এবং এতিম শিশুদের গায়ে নিজ হাতে কম্বল জড়িয়ে দেন। হঠাৎ রাতে প্রশাসনের শীর্ষ কর্মকর্তাকে পাশে পেয়ে আপ্লুত হয়ে পড়েন শীতার্ত মানুষেরা।

কম্বল বিতরণকালে ইউএনও মো. জহিরুল আলম বলেন, "শীতের প্রকোপ বাড়ার সঙ্গে সঙ্গে সমাজের ছিন্নমূল ও অসহায় মানুষগুলো সবচেয়ে বেশি কষ্টে পড়েছে। তাদের এই কষ্ট লাঘবে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা সাধ্যমতো চেষ্টা করছি। গভীর রাতে ঘুরে ঘুরে কম্বল বিতরণের মূল উদ্দেশ্য হলো প্রকৃত অভাবী মানুষের কাছে সহায়তা পৌঁছে দেওয়া।"

তিনি আরও যোগ করেন, "জনসেবায় আত্মনিবেদন করা পরম এবাদত। আমাদের প্রত্যেককে স্ব-স্ব অবস্থান থেকে এই সকল মানুষের পাশে দাঁড়াতে হবে। আমরা সবাই মিলে এগিয়ে এলে শীতার্ত মানুষের কষ্ট অনেকটাই লাঘব করা সম্ভব।"

এই মানবিক কার্যক্রমে ইউএনও-র সঙ্গে আরও উপস্থিত ছিলেন টুঙ্গিপাড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আলামিন হালদারসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, শীত মৌসুমে অসহায় মানুষের কল্যাণে এই ধরণের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...