Logo Logo

দাগনভূঞায় ফসলি জমির মাটি কাটার দায়ে জেল ও ট্রাক্টর জব্দ


Splash Image

ফেনীর দাগনভূঞায় ফসলি জমির উপরিভাগের মাটি (টপসয়েল) কাটার বিরুদ্ধে মধ্যরাতব্যাপী এক সাঁড়াশি অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযানে অবৈধভাবে মাটি কাটার দায়ে একজনকে এক মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে। একই সাথে জব্দ করা হয়েছে মাটি পরিবহনে ব্যবহৃত দুটি ট্রাক্টর এবং অকেজো করা হয়েছে দুটি এস্কেভেটর (ভেকু)।


বিজ্ঞাপন


রবিবার (২৮ ডিসেম্বর) রাত ১০টা ৩০ মিনিট থেকে শুরু করে সোমবার রাত ২টা ৩০ মিনিট পর্যন্ত দাগনভূঞা পৌরসভার গজারিয়া এবং সিন্দুরপুর ইউনিয়নের সত্যপুর নামক স্থানে এই অভিযান পরিচালিত হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে একটি চক্র রাতের আঁধারে ফসলি জমির উর্বর অংশ তথা টপসয়েল কেটে বিক্রি করে আসছিল। এমন সংবাদের ভিত্তিতে অভিযানে নামে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে অবৈধ মাটিকাটার কাজে জড়িত থাকা অবস্থায় একজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। পরে ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০’ এর সংশ্লিষ্ট ধারায় দোষী সাব্যস্ত করে আটককৃত ব্যক্তিকে ০১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

অভিযান চলাকালীন মাটি পরিবহনে ব্যবহৃত ০২টি ট্রাক্টর জব্দ করে স্থানীয় প্রশাসনের হেফাজতে নেওয়া হয়েছে। এছাড়া মাটি কাটায় ব্যবহৃত ০২টি এস্কেভেটর দুর্গম স্থানে থাকায় নিয়ে আসা সম্ভব না হওয়ায় সেগুলোকে ঘটনাস্থলেই অকেজো করে দেওয়া হয়।

অভিযানটি পরিচালনা করেন দাগনভূঞা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহিদুল আলম। তিনি জানান, কৃষি জমির উর্বরতা রক্ষায় এবং অবৈধভাবে মাটি ও বালু উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের এই জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে বলে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন।

অভিযানে আইন-শৃঙ্খলা রক্ষায় বাংলাদেশ পুলিশ ও আনসার সদস্যদের দুটি চৌকস টিম সার্বিক সহযোগিতা প্রদান করেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...