বিজ্ঞাপন
সোমবার (২৯ ডিসেম্বর) ভোরে বোয়ালমারী থানাধীন ময়না ইউনিয়ন পরিষদ সংলগ্ন খেলার মাঠের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, আজ সোমবার ভোর আনুমানিক ৪:৩০ মিনিটের দিকে আক্কেল আলীসহ ছয়জন শ্রমিক একটি অটোভ্যানযোগে কাজের উদ্দেশ্যে বোয়ালমারী রেল স্টেশনের দিকে যাচ্ছিলেন। ভ্যানটি ময়না ইউনিয়ন পরিষদ সংলগ্ন খেলার মাঠের সামনে পৌঁছালে বিপরীত দিক (বোয়ালমারী) থেকে আসা মোহাম্মদপুরগামী একটি পিকআপের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আক্কেল আলীর মৃত্যু হয়।
দুর্ঘটনায় আহত বাকি পাঁচজনকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। তাদের মধ্যে দুইজনকে মাগুরার মোহাম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং বাকি তিনজনকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খবর পেয়ে বোয়ালমারী থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ দুর্ঘটনা কবলিত পিকআপটি জব্দ করে থানায় নিয়ে গেলেও চালক ও তার সহকারী (হেল্পার) পালিয়ে যেতে সক্ষম হয়।
বোয়ালমারী থানা সূত্রে জানানো হয়েছে, ঘাতক পিকআপটি আটক করা হয়েছে এবং পলাতক চালক ও হেল্পারকে শনাক্ত করার চেষ্টা চলছে। এ ঘটনায় একটি মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...