বিজ্ঞাপন
আজ সোমবার (২৯ ডিসেম্বর) বেলা ১টার দিকে তিনি মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মাহমুদ আশিক কবিরের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এই মনোনয়নপত্র দাখিল করেন।
এ সময় উপস্থিত ছিলেন মুকসুদপুর উপজেলা নির্বাচন অফিসার নুরু আমিন, উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম খান, সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম রাজুসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
এছাড়া উপজেলা ও জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং অঙ্গ-সংগঠনের বিপুল সংখ্যক সমর্থক এ সময় উপস্থিত ছিলেন। সেলিমুজ্জামান সেলিমের মনোনয়নপত্র জমা দেওয়ার খবর ছড়িয়ে পড়লে উপস্থিত নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও আনন্দ লক্ষ্য করা যায়।
মনোনয়নপত্র জমা দিয়ে সেলিমুজ্জামান সেলিম সাংবাদিকদের জানান, তিনি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের প্রতিফলন আশা করছেন। নেতাকর্মীরা মনে করছেন, এই নির্বাচনের মাধ্যমে দীর্ঘদিন পর গোপালগঞ্জ-১ আসনে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাজনৈতিক পরিবেশ ফিরে আসবে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...