Logo Logo

নরসিংদী-৪ আসনে বিএনপির মনোনয়ন পত্র দাখিল করলেন সরদার সাখাওয়াত হোসেন বকুল


Splash Image

নরসিংদী-৪ (মনোহরদী–বেলাব) সংসদীয় আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনীত সংসদ সদস্য প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন,সাবেক সংসদ সদস্য,আলহাজ্ব সরদার সাখাওয়াত হোসেন বকুল।


বিজ্ঞাপন


সোমবার (২৯ ডিসেম্বর) তিনি মনোহরদী উপজেলা নির্বাচন অফিসে উপস্থিত হয়ে সহকারী রিটার্নিং অফিসার এম.এ মুহাইমিন আল-জিহানের হাতে তার মনোনয়নপত্র জমা দেন।

মনোনয়নপত্র দাখিলকালে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা বিএনপির সহ-সভাপতি সরদার তোফাজ্জল হোসেন লিয়াকত, বেলাবো উপজেলা বিএনপির আহ্বায়ক আহসান হাবীব বিপ্লব, মনোহরদী উপজেলা বিএনপির সদস্য সচিব আমিনুর রহমান সরকার দোলনসহ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

এ সময় নেতাকর্মীরা দলীয় প্রার্থীর বিজয়ের প্রত্যাশায় ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...