Logo Logo
খেলা

বিশ্বকাপে টিকে থাকার লড়াইয়ে বাংলাদেশ: র‍্যাঙ্কিংয়ে অবনমন, সামনে অনিশ্চয়তা


ভোরের বাণী

Splash Image

ছবি: বাংলাদেশ ক্রিকেট দল, সংগৃহীত।।

২০২৭ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি অংশগ্রহণ নিয়ে শঙ্কায় বাংলাদেশ। র‍্যাঙ্কিংয়ে দশম স্থানে নেমে যাওয়ার পাশাপাশি ওয়ানডে ম্যাচ কমে যাওয়ায় তৈরি হয়েছে অনিশ্চয়তা। সিনিয়রদের অবসরের পর নতুনদের ওপর বাড়ছে চাপ।


বিজ্ঞাপন


বাংলাদেশ ক্রিকেটে চলছে বড় রকমের পালাবদল। দেশের ক্রিকেট ইতিহাসের এক গৌরবোজ্জ্বল অধ্যায়ের সমাপ্তি টানছেন তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিমের মতো সিনিয়ররা। ২০২৫ সালেই অবসরের ঘোষণা দিয়েছেন এই তিন অভিজ্ঞ ক্রিকেটার। এদের মধ্যে মুশফিক কেবলমাত্র টেস্ট ক্রিকেটেই সীমাবদ্ধ থাকলেও, সাকিব আল হাসানকে নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা—তিনি আদৌ পরিবর্তিত বাংলাদেশ দলে সুযোগ পাবেন কি না, তা সময়ই বলবে।

এই রূপান্তরের সরাসরি প্রভাব পড়েছে মাঠের পারফরম্যান্সে। এক সময়ের ধারাবাহিক দল বাংলাদেশ এখন খুঁজছে নিজেদের। আইসিসির সদ্য প্রকাশিত ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে চার পয়েন্ট খুইয়ে টাইগাররা নেমে গেছে দশম স্থানে—ওয়েস্ট ইন্ডিজের নিচে। যা সরাসরি প্রশ্ন তুলেছে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের সরাসরি অংশগ্রহণ নিয়েই।

বিশ্বকাপে সরাসরি যেতে হলে শীর্ষ আটে থাকতে হবে ক্রিকেটের সবচেয়ে নির্ভরযোগ্য সাময়িকী উইজডেন জানিয়েছে, ২০২৭ সালের ৩১ মার্চ পর্যন্ত ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের শীর্ষ আটে থাকা দলগুলোই সরাসরি খেলবে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায় আয়োজিত বিশ্বকাপে। আয়োজক দক্ষিণ আফ্রিকা যদি শীর্ষ আটে থেকে যায়, তবে নয় নম্বর দলটিও সরাসরি অংশগ্রহণের সুযোগ পাবে।

কিন্তু বর্তমান র‍্যাঙ্কিং অনুযায়ী বাংলাদেশ অবস্থান করছে দশম স্থানে, যা পরিস্থিতিকে জটিল করে তুলেছে।

সংখ্যায় কমছে ওয়ানডে, কঠিন প্রতিপক্ষ সামনে:

বড় দুশ্চিন্তার আরেকটি দিক হলো—ওয়ানডে ম্যাচের সংখ্যা কমে যাওয়া। ২০২৬ সালে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির কারণে আগামী বছর ওয়ানডে ম্যাচ কমেই খেলবে বাংলাদেশ। উদাহরণস্বরূপ, পাকিস্তানের বিপক্ষে আসন্ন সিরিজে ওয়ানডে বাদ দিয়ে শুধু টি-টোয়েন্টি খেলার সিদ্ধান্ত হয়েছে।

যদিও আইসিসির ভবিষ্যৎ সফর সূচি (এফটিপি) অনুযায়ী, ২০২৭ সালের মার্চ পর্যন্ত বাংলাদেশ আরও ২৯টি ওয়ানডে খেলার সুযোগ পাবে। এর মধ্যে ৮টি ম্যাচ অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষ আয়ারল্যান্ড ও জিম্বাবুয়ের বিপক্ষে। তবে বাকি ২১ ম্যাচে টাইগারদের মুখোমুখি হতে হবে শক্তিশালী দলগুলোর—যেমন পাকিস্তান, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, নিউজিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ।

সুতরাং এসব ম্যাচে ভালো ফল না হলে বিশ্বকাপের বাছাইপর্বই হতে পারে বাংলাদেশের একমাত্র পথ। যা দেশের ক্রিকেটের জন্য বড় ধাক্কা হবে নিঃসন্দেহে।

১৪ দলের বিশ্বকাপ, কিন্তু কতটা প্রস্তুত বাংলাদেশ?

২০২৭ সালের বিশ্বকাপে অংশ নেবে মোট ১৪টি দল। আয়োজক হিসেবে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়া সরাসরি অংশ নেবে। বাকি দলগুলোকে জায়গা করে নিতে হবে আইসিসির র‍্যাঙ্কিং কিংবা বাছাইপর্বের মাধ্যমে।

এমন বাস্তবতায় সামনে থেকে দলকে নেতৃত্ব দেওয়ার মতো তরুণদের প্রস্তুত করাই এখন প্রধান চ্যালেঞ্জ। না হলে বিশ্বকাপের মূল মঞ্চে জায়গা করে নিতে বাংলাদেশের সামনে অপেক্ষা করছে কঠিন পথচলা।

আরও পড়ুন

কুফরি বা শিরক করে ফেললে করণীয় কী? হতাশ না হয়ে জেনে নিন ইসলামের দিকনির্দেশনা
কুফরি বা শিরক করে ফেললে করণীয় কী? হতাশ না হয়ে জেনে নিন ইসলামের দিকনির্দেশনা
নামাজে সাহু সিজদা দিতে ভুলে গেলে করণীয় কী? জেনে নিন ইসলামিক দৃষ্টিকোণ
নামাজে সাহু সিজদা দিতে ভুলে গেলে করণীয় কী? জেনে নিন ইসলামিক দৃষ্টিকোণ