ছবি : সংগৃহীত।
বিজ্ঞাপন
সোমবার (২৯ ডিসেম্বর) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ইসি সচিব আখতার আহমেদ এই সিদ্ধান্তের কথা জানান।
পূর্বঘোষিত তফসিল অনুযায়ী, আজ সোমবার ছিল মনোনয়নপত্রের দাখিলের শেষ দিন। বিকেল ৫টা পর্যন্ত সারাদেশের আঞ্চলিক ও জেলা নির্বাচন কার্যালয়গুলোতে প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা দেন। সময়সীমা বাড়ানোর কোনো সম্ভাবনা আছে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সচিব সরাসরি বলেন, ‘না, সময় বাড়ছে না।’
সারাদেশে আজ দিনভর কতজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিলেন, তা এখনো চূড়ান্ত করতে পারেনি কমিশন। এ বিষয়ে ইসি সচিব আখতার আহমেদ জানান, দেশের সব প্রান্ত থেকে তথ্য সংগ্রহের কাজ চলছে।
তিনি বলেন, “পুরো ডাটা সংকলন করা শেষ হলে আজ রাত ১০টার দিকে আমরা বিস্তারিত জানাতে পারব।”
উল্লেখ্য, এবারই প্রথম একই দিনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আয়োজনের প্রস্তুতি নিয়েছে নির্বাচন কমিশন। আজকের মনোনয়ন দাখিলের প্রক্রিয়া শেষ হওয়ার মাধ্যমে নির্বাচনের মাঠ পর্যায়ের আনুষ্ঠানিকতা আরও এক ধাপ এগিয়ে গেল।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...